শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

শান্তর কাছে আজ ডাবল সেঞ্চুরি চান মুশফিক

আপডেট : ১৮ জুন ২০২৫, ১০:০৯ এএম

দুজনেই দীর্ঘদিন ধরে রানখরায় ভুগছিলেন। চারদিক থেকে ভেসে আসছিল কঠোর সমালোচনা। গল টেস্টের প্রথম দিনে গতকাল মঙ্গলবার সেঞ্চুরি হাঁকিয়ে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর অভিজ্ঞ মুশফিকুর রহিম। দুজনের সামনেই আজ ডাবল সেঞ্চুরির সুযোগ আছে। তবে আজ শান্তর ব্যাটেই ডাবল সেঞ্চুরি চান দেশের হয়ে সর্বাধিক তিনটি ডাবলের মালিক মুশফিক।

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের প্রথমদিন ৩ উইকেট হারিয়ে ২৯২ রান তুলেছে বাংলাদেশ। গতকাল প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘শান্ত ব্যাটার হিসেবে ও অধিনায়ক হিসেবে অনেক দিন ধরে ভালো খেলছে। ক্যান্ডিতে সে এর আগে সেঞ্চুরি পেয়েছে। তবে আমার কাছে ভালো লেগেছে তার নিয়ন্ত্রিত ইনিংস। যেভাবে কন্ট্রোল করে খেলেছে, কোনো সুযোগ না দেওয়া… এটা গুরুত্বপূর্ণ।’

দিনশেষে ২৬০ বলে ১৩৬ রানে অপরাজিত আছেন শান্ত। সেঞ্চুরির পর তার বাঁধভাঙা উচ্ছাসও সবার নজর কেড়েছে। সেই উচ্ছাসের শুরুটা করেছিলেন ১০৫ রানে অপরাজিত মুশফিক। নিজের লক্ষ্য এবং শান্তর কাছে প্রত্যাশা নিয়ে তিনি বলেন, ‘চেষ্টা থাকবে নিজের ইনিংস যতটা বড় করতে পারি। শান্তর যেহেতু একটাও দুইশ নেই, আশা থাকবে দুইশ করুক, আড়াইশই বা কেন নয়?’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত