‘দ্য ব্রাজিলিয়ানস’—মামেলোডি সানডাউনসকে দক্ষিণ আফ্রিকায় এই নামেই ডাকে অনেকে। কারণটা একেবারেই দৃশ্যমান—তাদের উজ্জ্বল হলুদ জার্সি যেন পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল জাতীয় দলের প্রতিচ্ছবি। আর শুধু পোশাকেই নয়, খেলার শৈলীতেও সেই ব্রাজিলিয়ান ছোঁয়া যেন প্রতিফলিত হলো ক্লাব বিশ্বকাপ ২০২৫-এর প্রথম ম্যাচেই।
মঙ্গলবার রাতের ম্যাচে তারা ১-০ গোলে হারিয়েছে এশিয়ার প্রতিনিধিত্বকারী দক্ষিণ কোরিয়ান ক্লাব উলসান এইচডিকে। আবহাওয়া সতর্কবার্তার কারণে ঘণ্টাখানেক বিলম্বে শুরু হওয়া ম্যাচটি অনুষ্ঠিত হয় প্রায় ফাঁকা গ্যালারিতে, মাত্র ৩,৪১২ জন দর্শকের সামনে। কিন্তু যাঁরা ছিলেন, তাঁরা দেখেছেন এক ঐতিহাসিক রাত—মামেলোডির প্রথম জয় ক্লাব বিশ্বকাপের ইতিহাসে।
পাঁচবারের আফ্রিকান চ্যাম্পিয়ন সানডাউনস শুরুটা কিছুটা নড়বড়ে করলেও ম্যাচে দ্রুতই ছন্দ ফিরে পায়। ‘দ্য ব্রাজিলিয়ানস’ খ্যাত এই দল শুরু থেকেই বলের দখল ধরে রেখে খেলার ছন্দ তৈরি করে। প্রথমার্ধে ইক্রাম রেইনার্সের করা একমাত্র গোলই হয়ে ওঠে ম্যাচ নির্ধারণী। তার আগে অবশ্য একবার অফসাইডের কারণে বাতিল হয় একটি গোল এবং আরেকটি বাতিল হয় হ্যান্ডবলের কারণে।
পর্তুগিজ কোচ মিগেল কারদোসো অধীনে এটাই সানডাউনসের বড় মঞ্চে নতুন এক শুরুর ঘোষণা। সম্প্রতি কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হেরে যাওয়া দলটি এবার ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রমাণ করতে চায় নতুন করে।
ব্রাজিলিয়ানদের মতোই শৈল্পিক ফুটবল খেলা মামেলোডি সানডাউনসের এই জয় শুধু দলের জন্য নয়, গোটা আফ্রিকার ফুটবলের জন্যও এক গর্বের মুহূর্ত। কারণ এটি ছিল ২০২৫ ক্লাব বিশ্বকাপে আফ্রিকান কোনো দলের প্রথম জয়।