শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

অ্যাডাম গিলক্রিস্টের রেকর্ড ভেঙে দিলেন মুশফিক

আপডেট : ১৮ জুন ২০২৫, ০১:০৩ পিএম

অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটকিপার ব্যাটসম্যান অ্যাডম গিলক্রিস্টের একটি রেকর্ড ভেঙে দিয়েছেন মুশফিকুর রহিম। আন্তর্জাতিক ক্রিকেটে কখনও বোলিং না করা ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রানের মালিক বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার। গল টেস্টে ১১২ রান করতেই তিনি টপকে গেছেন অ্যাডাম গিলক্রিস্টকে।

এক যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে ৩৯৬ ম্যাচে ১৫ হাজার ৪৬১ রান করেছেন গিলক্রিস্ট। গল টেস্ট শুরুর আগে ৪৭২ ম্যাচে ১৫ হাজার ৩৫০ রান নিয়ে মুশফিক ছিলেন দুই নম্বরে। আজ দ্বিতীয় দিন মধ্যাহ্ন বিরতির আগে মুশফিক অপরাজিত আছেন ১৪১ রানে। ৪৭৩টি আন্তর্জাতিক ম্যাচে তার রান ১৫ হাজার ৪৯১*।

তিন সংস্করণ মিলিয়ে কখনও বোলিং না করা ব্যাটসম্যানদের মধ্যে ১০ হাজারের বেশি রান আছে মোট ৮ জনের। উল্লেখ্য, গল টেস্টে এখনো চালকের আসনে আছে বাংলাদেশ। আজ দ্বিতীয় দিন মধ্যহ্ন বিরতির আগে টাইগারদের সংগ্রহ ৪ উইকেটে ৩৮৩ রান। মুশফিকের সঙ্গী লিটন অপরজিত আছেন ৪৩ রানে। দুজনের অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে এসেছে ৭৪ রান।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত