বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল, গার্ড আহত

আপডেট : ১৮ জুন ২০২৫, ০৩:৩৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে ছোড়া ঢিলে খালেদ মোর্শেদ নামে গার্ড (পরিচালক) আহত হয়েছেন।

মঙ্গলবার রাত নয়টার দিকে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছাড়ার পর এ ঘটনা ঘটে। বাইরে থেকে ছোড়া ঢিলে খালেদ মোর্শেদ মাথায় আঘাতপ্রাপ্ত হন।

এ ঘটনায় ভুক্তভোগী খালেদ বলেন, আমি সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে কন্ট্রাক্টর গার্ড হিসেবে কর্মরত ছিলাম। আমার বগি থেকে খাবার বগিতে যাওয়ার পর এ ঘটনা ঘটে। আনুমানিক ৯টা ২০-২৫ মিনিটের দিকে একটি ঢিল এসে আমার পাশের জানালায় লাগে। ফিরতি এটি মাথায় আঘাত হানলে ফুলে যায়। বিষয়টি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি। 

তিনি নতুন জীবন ফিরে পেয়েছেন বলে উল্লেখ করেন।  তিনি জানান, সাম্প্রতিক সময়ে আখাউড়া-সিলেট সেকশনের নোয়াপাড়া এলাকার দিকে ঢিল ছোড়ার প্রবণতা বেড়েছে। অনেক সময় শিশুদেরকেও খেলার ছলে ঢিল ছুড়তে দেখা যায়। এ বিষয়ে স্থানীয়ভাবে সচেতনতা গড়ে তুলার জন্য স্থানীয় লোকজনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত