গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ গার্মেন্টস শ্রমিক মাহমুদের সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। আজ বুধবার জেডআরএফ-এর পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আশুলিয়া থানার সামনে অনুষ্ঠিত ছাত্র-জনতার বিক্ষোভের সময়ে মাহমুদ হোসাইন গুলিবিদ্ধ হন। এরপর তিনি জেডআরএফ-এর রিহ্যাবিলিটেশন কমিটির সঙ্গে যোগাযোগ স্থাপন করেন।
সম্প্রতি ডোনারের তত্ত্বাবধানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম এবং রিহ্যাবিলিটেশন কমিটির আহ্বায়ক ও অর্থোপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমানুল্লাহর সহযোগিতায় অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়।
অস্ত্রোপচারের সময় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. এম. আর. হাসানও সেখানে উপস্থিত ছিলেন।