ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আজ শুক্রবার ভারতের লাল বলের নতুন অধিনায়ক শুবমান গিলের অভিষেক হতে যাচ্ছে। এই সিরিজের আগেই টেস্টকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি আর রোহিত শর্মা। দলের দুই ব্যাটিং স্তম্ভকে ছাড়াই ইংলিশদের তাদের মাটিতেই হারানোর প্রত্যয় শোনা গেল শুবমানের কণ্ঠে।
হেডিংলিতে গতকাল বৃহস্পতিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক বলেন, ‘আইপিএল খেলার সময় রোহিত ভাই এবং কোহলি ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। তারা ওদের ইংল্যান্ড সফরের অভিজ্ঞতা আমাকে বলেছে। এখানে কী ধরনের চ্যালেঞ্জের সামনে পড়তে হয় সেটা বলেছে। তাদের থেকে পাওয়া শিক্ষা এখানে কাজে লাগাতে চাই।’
শুবমান স্পষ্ট করে দিয়েছেন যে রোহিত, কোহলি না থাকলেও তাদের জিততে সমস্যা হবে না, ‘গত বছর ইংল্যান্ডের বিপক্ষে যে সিরিজ খেলেছিলাম, সেটা আমার খেলা অন্যতম সেরা সিরিজ। সেখানেও আমাদের সেরা একাদশের অনেকেই ছিলেন না। তারপরও ইংল্যান্ডকে আমরা ৪-১ ব্যবধানে হারিয়েছিলাম। এটা থেকেই স্পষ্ট যে, আমাদের খেলোয়াড়দের মান কতটা ভালো। এবার রোহিত-কোহলিকে ছাড়াই আমরা জিতব।’
শুবমান ভারতের টেস্ট ইতিহাসে ৩৭তম অধিনায়ক। তিনি পঞ্চম কনিষ্ঠতম অধিনায়ক যিনি লাল বলের ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেবেন। দায়িত্বের শুরুতেই বিদেশের মাটিতে নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন শুবমান, ‘একজন ক্রিকেটারের জন্য এর চেয়ে বড় সম্মান আর কী হতে পারে? টেস্টে দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ কয়জন পায়? আমি খুবই এক্সাইটেড। যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, সেটার মান রাখতে চাই।’
গত কয়েক বছরে টেস্টে আগ্রাসী ক্রিকেট খেলছে ইংল্যান্ড। তাদের কোচ ব্রেন্ডন ম্যাকালামের নামে এই ঘরানার নামকরণ করা হয়েছে ‘বাজবল’ ক্রিকেট। এই বাজবলের জবাব কি ভারতের কাছে আছে? শুবমানের জবাব, ‘আমার মনে হয় এই জবাব পেতে আপনাদের আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। গত ৫-১০ বছর ধরে আমাদের সিনিয়র ক্রিকেটারেরা একটা ধারা তৈরি করেছে। সেটা মাথায় রেখেই আমরা খেলব। আমাদের পরিকল্পনা তৈরি। সিরিজ জিতেই দেশে ফিরতে চাই।’