বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

রবিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে যা বললেন মাউশি পরিচালক

আপডেট : ২১ জুন ২০২৫, ০৭:২৩ পিএম

দেশে হঠাৎ করোনা ও ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। এর মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠানের ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষ হচ্ছে আজ শনিবার। আগামীকাল থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলা। তবে করোনা ও ডেঙ্গুর সার্বিক পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সংশয় দেখা দিয়েছিল। 

বিষয়টি গণমাধ্যমে পরিষ্কার করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

তিনি গণমাধ্যমকে জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী স্কুলগুলো প্রস্তুতি নিচ্ছে। অভিভাবকদেরও অনুরোধ করবো, তারা যেন তাদের সন্তানদের সে অনুযায়ী প্রস্তুত করেন।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতেতে বিদ্যালয় বন্ধ রাখার সুযোগ নেই। রবিবার (২২ জুন) থেকেই বিদ্যালয় খুলছে। করোনা সংক্রমণ প্রতিরোধের ব্যবস্থাগুলো সবাইকে মানতে হবে।

এদিকে সরকারের পক্ষ থেকে দেশের স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানকে ডেঙ্গু ও করোনা মোকাবিলায় জরুরি পদক্ষেপ নিতে বলা হয়েছে। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সংশয় দেখা দিয়েছিল।

আগামী ২৪ জুন থেকে শুরু হবে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস, মাদ্রাসার ক্লাস শুরু হবে ২৬ জুন থেকে। ইতোমধ্যে রবিবার (১৫ জুন) থেকে খুলেছে সারাদেশের সরকারি-বেসরকারি কলেজগুলো। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত