গাইবান্ধার সাঘাটা উপজেলায় ফলিয়াদিগর উত্তরণ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালক আকমল হোসেনের মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে।
আজ শনিবার (২১ জুন) দুপুরে বিদ্যায়ল চত্বরে এই বিক্ষোভ মিছিল হয়। স্থানীয় ও শিক্ষক-শিক্ষার্থী কর্মসূচির আয়োজন করেন। এতে দুই শতাধিত শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
বিক্ষোভকারীরা বলেন, আকমল হোসেন অত্র এলাকায় বিদ্যায়লটি দীর্ঘদিন থেকে সুনামের সহিত পরিচালনা করে আসছেন। ফলাফলও ভালো। প্রতিহিংসামূলক তাকে ফাসানো হচ্ছে। মুলত তিনি কোনো রাজনীতি দলের সাথে জড়িত ছিল না।
কেজি স্কুল নিয়ে বিরোধের জেড়ে একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে করছে বলে মন্তব্য করেন বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীরা জানান, বিদ্যালয়ে ভার্চ্যুয়ালে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকান্ড পরিচালনার সংবাদে গত বুধবার তাকে আটক করে সাঘাটা থানা পুলিশ। তার নামে থানায় কোনো মামলাও নাই। ফলে তাকে পাশ্ববর্তী থানা গোবিন্দগঞ্জের একটি মামলায় অজ্ঞাত আমাসি দেখানো হয়েছে।