সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

আব্দুল জব্বার কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

আপডেট : ২২ জুন ২০২৫, ০৪:৩২ পিএম

ময়মনসিংহের নান্দাইলের বীর প্রতীক আব্দুল জব্বার কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার মোট ৭৩৮ জন রোগীর বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়।

জানা গেছে, এদের মধ্যে তার মধ্যে ৪৩৫ জনকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। এদের মধ্যে ৮৬ জন ছানি অপারেশন রোগী বাছাই করা হয়, এর মধ্যে ৭০ জন রোগী ছানি অপারেশনের জন্য ভর্তি হয়। এ ছাড়া ১৮ জন অন্যান্য অপারেশনের জন্য বাছাই করা হয়। এদের মধ্যে ভর্তি রোগীর সংখ্যা ৯ জন।

চিকিৎসা ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন ডা. রিশাদ রেজা এবং ডেপুটি পোগ্রাম ম্যানেজার মো. লুৎফর রহমানসহ ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল জামালপুর শাখার ৯ সদস্য বিশিষ্ট চিকিৎসক দল৷

সহযোগিতায় ছিল প্রপেলার ফাউন্ডেশন, স্থানীয় স্বাস্থ্য বিভাগের উপজেলা ও মাঠ পর্যায়ের কর্মীবৃন্দ, ৬০ সদস্য বিশিষ্ট স্থানীয় স্বেচ্ছাসেবক ও গার্লস গাইড, নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, নান্দাইল, ময়মনসিংহ। এ ছাড়া অনুষ্ঠানে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত