সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

হাতিরঝিলে উল্টা পথে সিএনজি, ৮ হাজার টাকা জরিমানা

আপডেট : ২২ জুন ২০২৫, ০৯:০২ পিএম

হাতিরঝিলে উল্টা পথে চলাচল করায় এক সিএনজিচালককে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রবিবার সকালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম হাতিরঝিল প্রকল্প এলাকা পরিদর্শনকালে রামপুরা থেকে গ্রিন পার্ক পার্কের উদ্দেশ্যে উল্টো পথে আসা দুটি সিএনজি আসে।

রাজউক চেয়ারম্যানের নির্দেশে সিএনজি দুটিকে আটক করে ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে যান আনসার সদস্যরা। এ সময় রাস্তায় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে সিএনজিটিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

রাজউক চেয়ারম্যান বলেন, হাতিরঝিলকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও নাগরিক বান্ধব এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এবং এর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণের জন্য নিয়মিত পরিদর্শন ও তদারকি কার্যক্রম চলমান থাকবে। যেন সাধারণ মানুষ ব্যস্ত শহরের মাঝে হাতিরঝিলে এসে একটু স্বস্তির দেখা পায়।

এ সময় হাতিরঝিল প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত