গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোলায়মান সরকার (৪৫) নামের এক ইলেকট্রিশিয়ানের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলার কামারদহ ইউনিউনের চন্দ্রশেখর দীঘলকান্দি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সোলায়মান সরকার গ্রামের জামাল উদ্দিন সরকারের ছেলে। তিনি ইলেকট্রিশিয়ানের (বিদ্যুৎ মেরামত) কাজ করতেন।
স্থানীয়রা জানান, সোলায়মান সরকার দীর্ঘদিন থেকে এলাকায় বিদ্যুৎ মেরামতের কাজ করতেন। রবিবার সন্ধ্যায় কাজের উদ্দেশ্যে বের হন। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খুঁজতে থাকে। খোঁজার এক পর্যায়ে আজ সকাল সাড়ে ১০টার দিকে স্বজনরা জানতে পারেন, ঝুলন্ত অবস্থায় সোলায়মানের মরদেহ পাওয়া গেছে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম। তিনি জানান, সোলায়মান বৈদ্যুতিক মিস্ত্রির কাজ করতেন। মরদেহ উদ্ধার করে ময়নাদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর রহস্য জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।