বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

বগুড়া

ক্যান্সার আক্রান্ত তাসলিমার পাশে বিএনপির নেতারা

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৮:২৭ পিএম

বগুড়ার গাবতলী উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের বেতুয়াকান্দি গ্রামের দরিদ্র পরিবারের সন্তান, স্থানীয় দূর্গাহাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ক্যান্সারে আক্রান্ত তাসলিমার পাশে দাঁড়িয়েছেন জেলা বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম। 

তিনি সোমবার (২৩ জুন) দুপুরে অসুস্থ্য শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নেন এবং তার পাশে থাকার আশ্বাস দেন। এ সময় সাবেক মেয়র সাইফুল ইসলাম ক্যান্সারে আক্রান্ত শিক্ষার্থীর ভাই শাখিন আহম্মেদের হাতে নগদ অর্থ প্রদান করেন। গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, বিএনপি নেতা তরিকুল ইসলাম, আব্দুল মতিন, আব্দুল্লাহ আল মামুন, যুবনেতা আনোয়ার হোসেন, সাব্বির, দৌলত, আব্দুল ওহাবসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও অসুস্থ্য শিক্ষার্থী তাসলিমার বাবা তাজুল ইসলাম ও মা শাজিনা আক্তার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তাসলিমা অষ্টিওসারকোমা বা হাড়ের ক্যান্সারে আক্রান্ত। তার সম্পূর্ণ সুস্থতার জন্য প্রয়োজন ২০ লাখ টাকা। দূরারোগ্য হলেও প্রাথমিক অবস্থায় চিকিৎসা শুরু হলে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার অসুস্থততার খবর শুনে সেখানে যান সাবেক মেয়র সাইফুল ইসলামসহ বিএনপি নেতৃবৃন্দ। 

সাবেক মেয়র সাইফুল ইসলাম বলেন, সবার সহযোগিতায় বেঁচে যাবে মেয়েটির জীবন, বাবা মা ফিরে পাবেন সন্তান আর তাসলিমা পাবে নতুন জীবন। তাকে সহযোগিতা করা হবে। সুস্থতার জন্য বিএনপির নেতাকর্মীরা তার পাশে থাকবে ইনশাল্লাহ। বিএনপি নেতা সাইফুল ইসলাম অসুস্থ তাসলিমার চিকিৎসার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। তাকে সহযোগিতার জন্য ০১৭৯১৭৩৬৬০৫ (বিকাশ/নগদ)। সোনালী ব্যাংক, গাবতলী শাখা, বগুড়া, অ্যাকাউন্ট নম্বর- ০৬১৩০০১০৩৫৭২৭।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত