ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো হামলাকে বিনা উসকানিতে আগ্রাসন বলে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। চলমান এই সংঘাতে মস্কো ইরানি জনগণকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি। গতকাল সোমবার মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে ‘শাসনব্যবস্থা পরিবর্তনের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে, ইরানে যুক্তরাষ্ট্রের হামলা মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিস্তার ঘটতে পারে বলে সতর্ক করেছে চীন। ইরানে হামলার কড়া নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। তবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাতে আগ্রহী নয় ওয়াশিংটন।
ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলার পর রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কো সফরে যান আব্বাস আরাঘচি। বৈঠকে তেহরানে চালানো ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানান পুতিন। তিনি বলেন, এটি ইরানের বিরুদ্ধে একেবারে বিনা উসকানিতে আগ্রাসন। এ সময় রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়া সব সময় ইরানি জনগণের পাশে আছে এবং থাকবে। বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের হামলার কড়া প্রতিক্রিয়ার পর ইরানকে সমর্থনের জন্য পুতিনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, রাশিয়া ইতিহাসের সঠিক পাশে রয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল সোমবার সাংবাদিকদের জানিয়েছেন, এই হামলায় যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়া সংঘাতে অংশগ্রহণকারীদের সংখ্যা বাড়িয়েছে এবং উত্তেজনাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। পেসকভ আরও উল্লেখ করেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কী হয়েছে এবং কোনো তেজস্ক্রিয়তার ঝুঁকি রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। তার মতে, হামলার পর ইরানের ভূ-ভাগের পরিস্থিতি উদ্বেগের কারণ হতে বাধ্য। পেসকভ জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুনির্দিষ্টভাবে এই হামলার বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে আগে থেকে অবহিত করেননি। যদিও তারা সাধারণভাবে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছিলেন। রাশিয়া এখন কী করতে প্রস্তুত, এমন প্রশ্নের জবাবে পেসকভ বলেন, মস্কো মধ্যস্থতাকারী হিসেবে থাকার প্রস্তাব দিয়েছে। পরবর্তী পদক্ষেপ ইরানের প্রয়োজনের ওপর নির্ভর করবে।
এর আগে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলাকে ‘দায়িত্বজ্ঞানহীন, উসকানিমূলক ও বিপজ্জনক’ বলে মন্তব্য করেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া। গত রবিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) লঙ্ঘন করেছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র একরকম প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছে। এখন কেউ জানে না, এর পরিণতি কী হতে পারে। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) তত্ত্বাবধানে থাকা পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মতামতকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করেছে বলেও উল্লেখ করেন তিনি।
নেবেনজিয়া অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র মনগড়া গল্প বানিয়ে বলপ্রয়োগের অজুহাত খুঁজছে এবং ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ঘিরে তৈরি হওয়া কূটনৈতিক কাঠামোকে নষ্ট করছে। রুশ রাষ্ট্রদূত আরও বলেন, এটি দ্বিচারিতার চমকপ্রদ উদাহরণ। ইরান হচ্ছে সবচেয়ে বেশি পর্যবেক্ষণাধীন দেশগুলোর একটি, অথচ তাকেই লক্ষ্য করে হামলা হচ্ছে। অন্যদিকে হামলাকারী দেশ (যুক্তরাষ্ট্র) নিজেই পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) স্বাক্ষরই করেনি।
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলায় মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে নতুন মাত্রায় নিয়ে গেছে। গত ১৩ জুন ইসরায়েলের হামলার পর সংঘাতের ১১তম দিনেও একে অন্যের নানা লক্ষ্যবস্তুতে আঘাত হানার কথা জানিয়েছে উভয় দেশ। এমন পরিস্থিতিতে জাতিসংঘের পরমাণু চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইরান। যুক্তরাষ্ট্রের হামলার পর গতকাল সোমবার ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে নতুন হামলা চালিয়েছে ইসরায়েল। পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানও। ইসরায়েলে ছোড়া আট ক্ষেপণাস্ত্রের একটি দক্ষিণাঞ্চলের বিদ্যুৎ কোম্পানির কৌশলগত স্থাপনার কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এতে ওই এলাকায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় আট হাজার ইসরায়েলি। এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে ‘শাসনব্যবস্থা পরিবর্তনের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। চলমান পরিস্থিতি নিয়ে মস্কোতে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এই সংঘাতে মস্কো ইরানি জনগণকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন।
অন্যদিকে, ইরানে যুক্তরাষ্ট্রের হামলা মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিস্তার ঘটতে পারে বলে সতর্ক করেছে চীন। ইরানে হামলার কড়া নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। তবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাতে আগ্রহী নয় ওয়াশিংটন।
জাতিসংঘের পরমাণু চুক্তি স্থগিতের সিদ্ধান্ত ইরানের : জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির (আইএইএ) সঙ্গে সহযোগিতা চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট মজলিশে ইতিমধ্যে এ-সংক্রান্ত একটি বিল তৈরির কাজও শুরু হয়েছে। মজলিশের সদস্য রুহুল্লাহ মোতেফাকেরজাদেহের বরাত দিয়ে গতকাল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল ইরনা। ইরনার প্রতিবেদনে মজলিশের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফের বক্তব্যকেও উদ্ধৃত করা হয়েছে।
ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলা : ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এক বিবৃতিতে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ফোর্দো পারমাণবিক স্থাপনায় যাওয়ার পথ অকার্যকর করতে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, ওই স্থাপনায় প্রবেশের পথগুলো বাধাগ্রস্ত করতে এ হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও একটি নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছিল, সরাসরি স্থাপনাটিতে নয়, বরং ফোর্দোর দিকে যাওয়ার একটি সংযোগ সড়ক লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। উত্তর-পশ্চিম ইরানের কোম শহরের উত্তর-পূর্বদিকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত ফোর্দো পারমাণবিক স্থাপনাটি ভূগর্ভে নির্মিত। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাতে ফোর্দোসহ ইরানের তিন পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ওয়াশিংটন। ফোর্দোতে হামলায় বি-২ বোমারু বিমান অংশ নেয়।
ইরানে সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের : ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর সরকার পরিবর্তন নিয়ে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরোক্ষভাবে তিনি তেহরানে সরকার পরিবর্তন করার হুমকি দিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন, সরকার পরিবর্তন (রেজিম চেঞ্জ) শব্দটি রাজনৈতিকভাবে সঠিক নয়। কিন্তু ইরানের বর্তমান শাসনব্যবস্থা যদি দেশটিকে আবার মহান করতে না পারে, তাহলে কেনইবা সরকার পরিবর্তন হবে না? মিগা! এখানে মিগা বলতে ‘মেক ইরান গ্রেট এগেইন’ বুঝিয়েছেন ট্রাম্প। তার এই বক্তব্য দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের পূর্বঘোষিত অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রকে আইআরজিসির হুঁশিয়ারি
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্রকে আবার হুঁশিয়ারি দিয়েছে। সংগঠনটির মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধ শুরু করেছে এবং ইরানের পবিত্র মাটিতে আঘাত করেছে। তিনি জানান, এর ফলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ, অনুশোচনা করার মতো, অপ্রত্যাশিত পরিণতি ভোগ করতে হবে; যা হবে শক্তিশালী ও নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক অভিযানের মাধ্যমে।
এভিন কারাগার ও বাসিজ মিলিশিয়া দপ্তরে হামলা : ইসরায়েল
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ তেহরানে ইরানি সরকারের কিছু লক্ষ্যবস্তুতে বিমান হামলার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, তাদের টার্গেটে বাসিজের সদর দপ্তর অন্তর্ভুক্ত রয়েছে। এটি একটি মিলিশিয়া বাহিনীর সদর দপ্তর। প্রায়ই বিক্ষোভ দমনের জন্য এই মিলিশিয়া বাহিনী ব্যবহার করে ইরানি সরকার। কাৎজ আরও বলেন, এভিন কারাগারকেও লক্ষ্যবস্তু করা হয়েছে, যেখানে রাজনৈতিক শত্রুদের বন্দি করে রাখা হয়। তবে কারাগার থেকে কেউ পালিয়ে যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
ইরানের ৬ বিমানবন্দরে হামলা
ইরানের পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলের ছয়টি বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। গতকাল আইডিএফ জানায়, ইরানের আকাশসীমার ওপর আধিপত্য আরও দৃঢ় করতে এ হামলা চালানো হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, এ হামলায় রানওয়ে, ভূগর্ভস্থ বাংকার, একটি রিফুয়েলিং এয়ারক্রাফট এবং ইরানি শাসনব্যবস্থার মালিকানাধীন এফ-১৪, এফ-৫ ও এএইচ-১-সহ বেশ কয়েকটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী আরও জানায়, ইসরায়েলি বিমানবাহিনীর ১৫টিরও বেশি যুদ্ধবিমান ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ অঞ্চলে ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের গুদাম ও উৎক্ষেপণস্থলগুলোয় হামলা চালিয়েছে।
হার্মিস ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
ইসরায়েলি হার্মিস ৯০০ ড্রোন ভূপাতিত করার ফুটেজ প্রকাশ করেছে ইরানের গণমাধ্যম। ইরানের সেনাবাহিনী গতকাল ভোরে সেগুলো ভূপাতিত করা হয়েছে। দ্য লরেস্টান সংবাদ সংস্থা টেলিগ্রাম পোস্টে জানিয়েছে, ইসলামি বিপ্লবী গার্ড কোরের অভিযানে ওই ড্রোন ভূপাতিত করা হয়েছে। লরেস্টান প্রদেশের খোররামাবাদে ওই অভিযান চালানো হয়।
হরমুজ প্রণালি থেকে ঘুরে গেল তেলবাহী জাহাজ
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর হরমুজ প্রণালি থেকে দুটি তেল পরিবহনের জাহাজ ফিরে গিয়েছে। প্রতিবেদনে বলা হয়, রবিবার ‘কোসউইজডম লেক’ ও ‘সাউথ লয়্যালটি’ নামের দুটি খালি সুপারট্যাংকার হরমুজ প্রণালিতে প্রবেশ করলেও তারা আচমকা গন্তব্য বদলে ফেলে। দুটি জাহাজের প্রতিটিতে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবহনে সক্ষম। ব্লুমবার্গ আরও জানায়, চলমান উত্তেজনার মধ্যে জাহাজগুলোর ফিরে যাওয়া মধ্যপ্রাচ্যে বিকল্প রুটে চলাচল শুরুর প্রথম ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
চীনের সতর্কবার্তা
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে যুদ্ধের বিস্তার ঘটতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে এই যুদ্ধ বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে না পারে। গুও বলেন, ‘চীন সংঘাতের পক্ষগুলোকে পরিস্থিতি বারবার বাড়তে না দিতে, যুদ্ধের বিস্তার দৃঢ়ভাবে এড়াতে এবং রাজনৈতিক সমাধানের পথে ফিরে আসতে আহ্বান জানাচ্ছে। তিনি আরও যোগ করেন, চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বৃহত্তর প্রচেষ্টা চালানোর আহ্বান জানাচ্ছে, যাতে সংঘাতের তীব্রতা কমে এবং আঞ্চলিক অস্থিতিশীলতা বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নের ওপর আরও বেশি প্রভাব ফেলতে না পারে।
উত্তর কোরিয়ার নিন্দা
ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলাকে সার্বভৌম রাষ্ট্রের নিরাপত্তা স্বার্থ ও ভৌগোলিক অখণ্ডতার অধিকারের মারাত্মক লঙ্ঘন আখ্যা দিয়ে এর কড়া নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। মধ্যপ্রাচ্যের এখনকার উত্তেজনার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে পিয়ংইয়ং বলেছে, পশ্চিমারা তেল আবিবের অন্তহীন যুদ্ধ ও ভূখণ্ড সম্প্রসারণকে মেনে নিচ্ছে এবং উৎসাহ জোগাচ্ছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাতে রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, ন্যায়পরায়ণ আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত সর্বসম্মতভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবাজ কর্মকাণ্ডের বিরুদ্ধে আওয়াজ তোলা এবং সেগুলো প্রত্যাখ্যান করা।
দীর্ঘস্থায়ী সংঘাতে আগ্রহী নয় যুক্তরাষ্ট্র : জেডি ভ্যান্স
মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাতে জড়ানোর কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক শান্তি নিশ্চিত করতেই গত শনিবার রাতে ইরানে সীমিত পরিসরে হামলা চালানো হয়েছে বলে জানান তিনি। এবিসি নিউজকে ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্রের হামলা ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে কয়েক বছর বা তারও বেশি সময়ের জন্য পিছিয়ে দিয়েছে। এখন ইরান সরকারকে বুদ্ধিমানের মতো পথ বেছে নিয়ে পারমাণবিক কর্মসূচি নির্মূল করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার আহ্বান জানান ভান্স। তিনি বলেন, ‘আমরা চাই না ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকুক।’
ইরানে ১১ দিনে নিহত প্রায় ৫০০
ইরানে ১৩ জুন ইসরায়েলের হামলা শুরুর পর থেকে প্রায় ৫০০ জন নিহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়েছে। আহত হয়েছে তিন হাজারের বেশি মানুষ। তবে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিহত মানুষের সংখ্যা এর প্রায় দ্বিগুণ বলে মনে করে।
ইসরায়েলে ৮ ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, ইসরায়েলের বিভিন্ন জায়গায় আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের ওয়াইনেট সংবাদ সংস্থার বরাতে আলজাজিরা জানিয়েছে, হামলায় দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ কোম্পানির কৌশলগত স্থাপনার কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে। টাইমস অব ইসরায়েলের খবর বলছে, দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ সরবরাহে গোলযোগ দেখা দিয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় আট হাজার ইসরায়েলি। ইসরায়েল ইলেকট্রিক করপোরেশন বলছে, বিদ্যুৎব্যবস্থা স্বাভাবিক করার কাজ চলছে। অবকাঠামো মেরামত ও ঝুঁকিপূর্ণ সরঞ্জাম সরিয়ে নেওয়া হচ্ছে। নিরাপত্তাবাহিনীও সেখানে কাজ করে যাচ্ছে।
তেলের দাম গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ
বিশ্ববাজারে তেলের দাম জানুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শনিবার ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় তেলের দাম বেড়েছে। গতকাল ব্রেন্ট ক্রুড ফিউচার্স প্রতি ব্যারেল ১ দশমিক ৯২ ডলার বা ২ দশমিক ৪৯ শতাংশ বেড়ে দাঁড়ায় ৭৮ দশমিক ৯৩ ডলারে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত জ্বালানি তেল ১ দশমিক ৮৯ ডলার বা ২ দশমিক ৫৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৫ দশমিক ৭৩ ডলারে পৌঁছেছে।
ইরানে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ
ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছে। লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক, বোস্টনে রাস্তায় বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। এমনকি দেশটির জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশ ইরানের সঙ্গে যুদ্ধ চায় না বলেও স্লোগান দিয়েছেন বিক্ষোভকারীরা।
নাগরিকদের জন্য সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের জন্য বিশ^ব্যাপী সতর্কতা জারি করেছে। বিশ্বের যেকোনো জায়গায় অবস্থানরত আমেরিকানদের বাড়তি সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। রবিবার দেশটির পররাষ্ট্র দপ্তরের জারি করা এক বিবৃতিতে বলা হয়, বিদেশে যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থের বিরুদ্ধে বিক্ষোভের সম্ভাবনা রয়েছে।