উন্নত ও আধুনিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে বারিধার ডিওএইচএসে অবস্থিত তঞঊ তঢঔ১০ এক্সচেঞ্জ থেকে ঠ৫ ঈধৎফ দ্বারা নিয়ন্ত্রিত বসুন্ধরার ঐঁধবির ঙঘট’র নম্বরগুলো কারিগরি কারণে ঐঁধবির অএড-এর মাধ্যমে নতুন নম্বর দ্বারা পর্যায়ক্রমে প্রতিস্থাপনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। পুরাতন টেলিফোন নম্বরগুলো নিম্নোক্তভাবে প্রতিস্থাপন করা হচ্ছে : এক্সচেঞ্জের নাম বসুন্ধরার ঐঁধবির ঙঘট টেলিফোন এক্সচেঞ্জ; পুরাতন ডিজিটের নম্বর ৮৪৩১ীীী ও ৮৪৩২ীীী; ঐঁধবির অএড পরিবর্তিত নতুন নম্বরÑ৫৫০৩ীী ীী। প্রতিস্থাপনের সময় যথাসম্ভব পুরাতন নম্বরের শেষ ডিজিটগুলো মিল রেখে নতুন নম্বর প্রদান করা হচ্ছে।
গ্রাহকদের সুবিধার্থে পুরাতন ও নতুন নম্বরের তালিকা বিটিসিএলের ওয়েবসাইটে যঃঃঢ়ং://নঃপষ.ঢ়ড়ৎঃধষ.মড়া.নফ দেওয়া আছে। নম্বর পরিবর্তনের সঙ্গে সঙ্গে সম্মানিত গ্রাহককে নতুন নম্বরটি ফোন কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সম্মানিত গ্রাহকরা নম্বর পরিবর্তন-সংক্রান্ত বিষয়ে তথ্য জানতে চাইলে যেকোনো সময় বিটিসিএলের কল সেন্টার ‘১৬৪০২’-তে ফোন করতে পারেন অথবা অফিস সময়ে ০১৫১৬৫৫৫৪৫৫ ও ০১৫৫০১৫১৪৪০ নম্বরে ফোন করতে পারবেন। বিজ্ঞপ্তি