শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

জামালপুর হাসপাতালের আরএমওকে মারধর

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৭:৪৭ এএম

জামালপুর জেনারেল হাসপাতালের আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগ-সংক্রান্ত বিরোধের জের ধরে তরিকুল ইসলাম রনি নামের এক চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুরের দিকে জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তার (আরএমও) কক্ষে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে আগামীকাল সকাল থেকে হাসপাতালের সব চিকিৎসা কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ড্যাব) জামালপুর শাখা।  মারধরের শিকার ডা. মো. তরিকুল ইসলাম রনি জামালপুর জেনারেল হাসপাতালের আরএমও হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি ড্যাব, জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। একই হাসপাতালের ডেন্টাল সার্জন ইকরামুল হকের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে।

হাসপাতাল-সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে ৪৪ জন জনবল নিয়োগ দেওয়া হয়। ওই নিয়োগ নিয়ে চিকিৎসক তরিকুল ইসলাম ও ইকরামুল হক হিটলুর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। দুপুরের দিকে তরিকুল ইসলামের কক্ষে কথা-কাটাকাটির একপর্যায়ে দুজন হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

এ প্রসঙ্গে ডা. ইকরামুল হক হিটলু বলেন, ‘হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে ৪৪ জন লোক নিয়োগ দেওয়া হয়। এখানে আগের নিয়োগপ্রাপ্তদের নেওয়ার কথা থাকলেও তা করা হয়নি। পুরাতন ১৫ জনকে রেখে বাকিদের নতুনভাবে নিয়োগ দেওয়া হয়েছে। আবাসিক মেডিকেল অফিসার ও হাসপাতালের সহকারী পরিচালক মিলে নতুন নিয়োগের অধিকাংশের কাছ থেকে ৫০ হাজার থেকে ৩ লাখ পর্যন্ত টাকা নিয়েছেন। এর মধ্যে দু-চারজন স্থানীয় নেতাদের সুপারিশে হয়েছে। বাকিদের কাছ থেকে তারা টাকা নিয়েছেন। আমার একজন প্রার্থী ছিল, তাকে নেওয়া হয়নি। পরে আজকে (গতকাল) নিয়োগের অনিয়ম নিয়ে আরএমওর সঙ্গে উচ্চ বাক্যবিনিময় হয়।’

ডা. তরিকুল ইসলাম রনি বলেন, ‘হঠাৎ আমার কক্ষে উনি (হিটলু) ঢুকে পড়েন। তারপর আমাকে ওই আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগে তার দুজন লোকজন নিয়োগ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। তখন আমি অস্বীকার করি। এতে তিনি চরমভাবে ক্ষুব্ধ হন। এরপর তিনি আমার ওপর হামলা চালিয়ে মারধর করেন।’

এ বিষয়ে কথা বলতে জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান সোহানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হয়। কিন্তু তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ড্যাব জামালপুর জেলা শাখার সভাপতি চিকিৎসক আহাম্মদ আলী আকন্দ বলেন, ‘আজকে ডেন্টাল সার্জন হিটলু তালুকদার যে অমানবিক, ফ্যাসিস্ট কায়দায় আমাদের ড্যাবের সাধারণ সম্পাদকের ওপর যে হামলা করা হয়েছে। সেই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা হাসপাতালে সাধারণ মানুষের স্বাভাবিক সেবা করে যাচ্ছিলাম। আজকের এ ঘটনায় আমরা ক্লান্ত ও মর্মাহত। আমরা এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়ার দাবি জানাচ্ছি।’

জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক বলেন, ‘জামালপুর জেনারেল হাসপাতালে একটি অপ্রীতিকর ঘটনার কথা আমরা শুনেছি। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত