বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

তানভীরের ফাইফারে রোমাঞ্চকর জয়ে সিরিজে সমতায় বাংলাদেশ

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১১:০৬ পিএম

শেষ পর্যন্ত স্নায়ু-চাপ সামলে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতায় ফিরেছে মেহেদী হাসান মিরাজের দল।

শেষ উইকেটটি এল তানজিম হাসান সাকিবের হাতে। ইনিংসের ৪৯তম ওভারে দুশমন্ত চামিরাকে বোল্ড করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন এই পেসার।

তবে জয়ের পথ মোটেও সহজ ছিল না। ১৭০ রানে ৮ উইকেট হারিয়ে যখন কোণঠাসা শ্রীলঙ্কা, তখন নবম উইকেটে লিয়ানাগে-চামিরা জুটি বাংলাদেশ শিবিরে ছড়িয়ে দেয় দুশ্চিন্তার ছায়া। ৫৩ বলে ৫৮ রানের সেই জুটিই ম্যাচে ফেরায় স্বাগতিকদের। একসময় হিসাব এসে দাঁড়ায় ১৭ বলে ২১ রানে—লড়াই তখন জমজমাট।

সেই ভয়ের মেঘ কাটান মোস্তাফিজুর রহমান। আগের ওভারে ১৪ রান দেওয়া হাসান মাহমুদের বিপরীতে ৪৬তম ওভারে এসে দারুণভাবে ম্যাচে নিয়ন্ত্রণ ফেরান ‘কাটার মাস্টার’। একটিমাত্র ওয়াইড ছাড়া রান না দিয়েই চাপ ফেরান লঙ্কানদের ঘাড়ে।

এর আগে ফিফটি তুলে নিয়ে দলকে লড়াইয়ে রেখেছিলেন লিয়ানাগে। ৩৬ বলে ৫১ রানের কঠিন সমীকরণ সামনে রেখে হাসান মাহমুদকে টানা চার ও ছক্কা মেরে ম্যাচে উত্তেজনা ফেরান এই ব্যাটার। শেষ ১৭ বলে তাঁর সংগ্রহ ৩৩ রান, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার যথেষ্ট সম্ভাবনা তৈরি করেছিল।

তবে দিনের নায়ক ছিলেন তানভীর ইসলাম। বাঁহাতি এই স্পিনার দেখিয়েছেন নিয়ন্ত্রিত বোলিংয়ের নিপুণতা। প্রতিপক্ষের ব্যাটারদের শ্বাস ফেলার সুযোগ না দিয়ে ১০ ওভারে ৩৯ রানে তুলে নিয়েছেন ৫ উইকেট। নিজের শেষ ওভারে উইকেট-মেডেন করে ম্যাচে বাংলাদেশকে এগিয়ে দেন তিনি। তাঁর শিকার হওয়া শেষ ব্যাটার মাহেশ থিকসেনা করেছিলেন ১২ বলে ২ রান।

শেষদিকে গ্যালারির একপাশে যখন উল্লাসে ভাসছে বাংলাদেশি দর্শকরা, তখন ডাগআউটে বসে হাই তুলছেন সনাথ জয়াসুরিয়া। শ্রীলঙ্কার কোচের চেহারাতেই ধরা পড়ে যায় হারের গ্লানি—আর হয়তো পরের ম্যাচের পরিকল্পনাও সাজিয়ে নিচ্ছেন মনে মনে।

সিরিজ এখন ১-১ সমতায়। বাঁচা-মরার লড়াই এখন তৃতীয় ও শেষ ওয়ানডেতে। প্রেমাদাসা কি দেখবে আরেকটি রোমাঞ্চ? উত্তরের অপেক্ষায় ক্রিকেটভক্তরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত