আন্তোনেলাকে অপমান! যা করলেন মেসি (ভিডিও)
অনলাইন ডেস্ক | ২ ডিসেম্বর, ২০২১ ০২:২১
ব্যালন ডি’অর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে রীতিমতো অপমানই করা হলো লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে!
ফ্রান্স ফুটবল সাময়িকীর দেওয়া মর্যাদাপূর্ণ এই অ্যাওয়ার্ড রেকর্ড সপ্তমবারের মতো হাতে উঠেছে মেসির। সোমবার প্যারিসে জমকালো আয়োজনে হয়ে যায় এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে।
কিন্তু অনুষ্ঠান শুরুর আগে মেসির মেজাজ কিছুটা খারাপ হয়ে যায়। কারণ স্ত্রী আন্তোনেলাকে যে অপমানই করা হয়েছে সেখানে।
অ্যাওয়ার্ড অনুষ্ঠান শুরুর আগে সংবাদমাধ্যমের জন্য রেড কার্পেটের উপর ছবি তুলতে আসেন মেসি। এ সময় আর্জেন্টাইন তারকার সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা এবং তিন ছেলে- থিয়াগো, মাতেও ও চিরো। অনুষ্ঠানে মেসির তিন সন্তানই বাবার মতোই স্যুট পরেছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ফটোসুটের মুহূর্তে ফ্রান্স ফুটবল ডিরেক্টর আন্তোনেলাকে কিছুটা দুরে সরে যেতে বলছেন।
ভিডিও দেখে মনে হচ্ছে, যেন উনি শুধু মেসি এবং তার সন্তানদের একই পোশাকে ছবি চাইছেন।
আন্তোনেলা সেই নির্দেশ মুখ বন্ধ করে মেনে নেন। আর কিছুটা দুরে সরে যান। কিন্তু এই ঘটনায় মেসি বেশ বিরক্তই হন। তিনি স্ত্রীকে সঙ্গে সঙ্গে কাছে টেনে নেন। পরে পুরো পরিবারের ছবিই নেওয়া হয়।
A France Football director told Antonela to stand aside to take pictures of Messi alone with his sons but he made sure she stayed by his side. King.
pic.twitter.com/e8hjhHC94T
— MC (@CrewsMat10) November 30, 2021
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২ ডিসেম্বর, ২০২১ ০২:২১

ব্যালন ডি’অর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে রীতিমতো অপমানই করা হলো লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে!
ফ্রান্স ফুটবল সাময়িকীর দেওয়া মর্যাদাপূর্ণ এই অ্যাওয়ার্ড রেকর্ড সপ্তমবারের মতো হাতে উঠেছে মেসির। সোমবার প্যারিসে জমকালো আয়োজনে হয়ে যায় এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে।
কিন্তু অনুষ্ঠান শুরুর আগে মেসির মেজাজ কিছুটা খারাপ হয়ে যায়। কারণ স্ত্রী আন্তোনেলাকে যে অপমানই করা হয়েছে সেখানে।
অ্যাওয়ার্ড অনুষ্ঠান শুরুর আগে সংবাদমাধ্যমের জন্য রেড কার্পেটের উপর ছবি তুলতে আসেন মেসি। এ সময় আর্জেন্টাইন তারকার সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা এবং তিন ছেলে- থিয়াগো, মাতেও ও চিরো। অনুষ্ঠানে মেসির তিন সন্তানই বাবার মতোই স্যুট পরেছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ফটোসুটের মুহূর্তে ফ্রান্স ফুটবল ডিরেক্টর আন্তোনেলাকে কিছুটা দুরে সরে যেতে বলছেন।
ভিডিও দেখে মনে হচ্ছে, যেন উনি শুধু মেসি এবং তার সন্তানদের একই পোশাকে ছবি চাইছেন।
আন্তোনেলা সেই নির্দেশ মুখ বন্ধ করে মেনে নেন। আর কিছুটা দুরে সরে যান। কিন্তু এই ঘটনায় মেসি বেশ বিরক্তই হন। তিনি স্ত্রীকে সঙ্গে সঙ্গে কাছে টেনে নেন। পরে পুরো পরিবারের ছবিই নেওয়া হয়।
A France Football director told Antonela to stand aside to take pictures of Messi alone with his sons but he made sure she stayed by his side. King.
— MC (@CrewsMat10) November 30, 2021
pic.twitter.com/e8hjhHC94T