ভারতকে ২৮৮ রানের লক্ষ্য দিল দ. আফ্রিকা
অনলাইন ডেস্ক | ২৩ জানুয়ারি, ২০২২ ১৯:১৬
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারতকে ২৮৮ রানের লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
কেপ টাউনে রবিবার টস জেতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় ভারত। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে ফেলা প্রোটিয়ারা ৩৪ রানে ২ উইকেটে হারিয়ে ফেলে।
তবে ওপেনার কুইন্টন ডি কক সেই ধাক্কা সামলে এগিয়ে নেন দলকে। রাসি ফন ডার ডুসেনকে নিয়ে চতুর্থ উইকেটে যোগ করেন ১৪৪ রান।
ওয়ানডে ক্যারিয়ারে ১৭তম সেঞ্চুরি তুলে নেন ডি কক। ডুসেন হাঁকান দশম ফিফটি। তাতে ৩৪.২ ওভারেই দলীয় ২০০ পূরণ করে প্রোটিয়ারা।
দলটির সংগ্রহ তখন তিন শ-সাড়ে তিন শ ছাড়াবে বলেই মনে হচ্ছিল। কিন্তু ৩৬ ও ৩৭তম ওভারে পর পর ফিরে যান ডি কক ও ডুসেন। ৭৩ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে গুটিয়ে যায় দলটির ইনিংস। যদিও ডেভিড মিলার ও ডোয়াইন প্রিটোরিয়াসের মধ্যে সপ্তম উইকেটে ৪৪ রানের জুটি হয়েছে।
ডি কক ১৩০ বলে ১২ চার ও ২ ছক্কায় ১২৪ রান করেছে। ডুসেন ৫৯ বলে ৪ চার ও ১ ছক্কায় করেন ৫২ রান। মিলার ৩৮ বলে ৩৯ ও প্রিটোরিয়াস ২৫ বলে ২০ রান করেন।
ভারতের পক্ষে প্রসিদ্ধ কৃষ্ণা সর্বাধিক ৩ উইকেট নেন। ২টি করে উইকেটে নিয়েছেন দিপক চাহার ও জাসপ্রিত বুমরাহ।
এই ম্যাচ জিতলে ভারতকে হোয়াইটওয়াশ করার স্বাদ পাবে দক্ষিণ আফ্রিকা। আর সেটা হলে একটা রেকর্ডও ছুঁবে তারা। কমপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২০ বারের মতো প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের কীর্তি হবে তাদের। যে কীর্তি আছে শুধু পাকিস্তানের।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৩ জানুয়ারি, ২০২২ ১৯:১৬

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারতকে ২৮৮ রানের লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
কেপ টাউনে রবিবার টস জেতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় ভারত। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে ফেলা প্রোটিয়ারা ৩৪ রানে ২ উইকেটে হারিয়ে ফেলে।
তবে ওপেনার কুইন্টন ডি কক সেই ধাক্কা সামলে এগিয়ে নেন দলকে। রাসি ফন ডার ডুসেনকে নিয়ে চতুর্থ উইকেটে যোগ করেন ১৪৪ রান।
ওয়ানডে ক্যারিয়ারে ১৭তম সেঞ্চুরি তুলে নেন ডি কক। ডুসেন হাঁকান দশম ফিফটি। তাতে ৩৪.২ ওভারেই দলীয় ২০০ পূরণ করে প্রোটিয়ারা।
দলটির সংগ্রহ তখন তিন শ-সাড়ে তিন শ ছাড়াবে বলেই মনে হচ্ছিল। কিন্তু ৩৬ ও ৩৭তম ওভারে পর পর ফিরে যান ডি কক ও ডুসেন। ৭৩ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে গুটিয়ে যায় দলটির ইনিংস। যদিও ডেভিড মিলার ও ডোয়াইন প্রিটোরিয়াসের মধ্যে সপ্তম উইকেটে ৪৪ রানের জুটি হয়েছে।
ডি কক ১৩০ বলে ১২ চার ও ২ ছক্কায় ১২৪ রান করেছে। ডুসেন ৫৯ বলে ৪ চার ও ১ ছক্কায় করেন ৫২ রান। মিলার ৩৮ বলে ৩৯ ও প্রিটোরিয়াস ২৫ বলে ২০ রান করেন।
ভারতের পক্ষে প্রসিদ্ধ কৃষ্ণা সর্বাধিক ৩ উইকেট নেন। ২টি করে উইকেটে নিয়েছেন দিপক চাহার ও জাসপ্রিত বুমরাহ।
এই ম্যাচ জিতলে ভারতকে হোয়াইটওয়াশ করার স্বাদ পাবে দক্ষিণ আফ্রিকা। আর সেটা হলে একটা রেকর্ডও ছুঁবে তারা। কমপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২০ বারের মতো প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের কীর্তি হবে তাদের। যে কীর্তি আছে শুধু পাকিস্তানের।