ন্যায়বিচার পেলে বিএনপির অন্য নেতাদের মতো চেয়ারপারসন খালেদা জিয়াও প্রার্থিতা ফিরে পাবেন বলে আশা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাপ্রকাশ করেন।
মির্জা ফখরুল বলেন, দলের অধিকাংশ প্রার্থী আপিলে ন্যায়বিচার পেয়েছে। একে বিএনপি বিজয় হিসেবে দেখছে। ন্যায়বিচার পেলে খালেদা জিয়াও প্রার্থিতা ফিরে পাবেন এটা আস্বাভাবিক।
এদিকে শনিবার ইসিতে খালেদা জিয়ার আপিলের শুনানি হবে বলে জানিয়েছেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।
আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসন থেকে বিএনপির মনোনয়নপত্র কেনা হয় কারাবন্দি খালেদা জিয়ার জন্য। কিন্তু ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের দিন খালেদা জিয়ার তিন আসনের প্রার্থিতাই বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল ৬ ডিসেম্বর থেকে কমিশনে আপিলের শুনানি শুরু হয়েছে, চলবে আগামীকাল ৮ ডিসেম্বর পর্যন্ত।
ইসি সচিব জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি উচ্চ আদালতে আপিল করতে চান, তাহলে তাকে রায়ের নকল কপি দিয়ে দেওয়া হবে।