মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

নেত্রকোনা মেডিকেল কলেজের ক্লাস শুরু

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ০২:১৮ পিএম

সদ্য প্রতিষ্ঠিত নেত্রকোনা মেডিকেল কলেজে প্রথমবারের মতো বৃহস্পতিবার ক্লাস শুরু হচ্ছে। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নেত্রকোনা মেডিকেল কলেজের ৫০ জন শিক্ষার্থী নিয়ে এই কলেজ যাত্রা শুরু হয়েছে।

গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেত্রকোনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশকালীন নেত্রকোনায় একটি মেডিকেল কলেজ স্থাপনের আশ্বাস দেন এবং পক্ষকালীন সময়ের মধ্যেই তা অনুমোদন হয়।

এ উপলক্ষে নেত্রকোনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এ কে এম সাদিকুল আজম সভাপতিত্বে জেলা ইপিআই ভবনে এক ওরিয়েন্টেশন অনুষ্ঠান ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল্লাহ খান, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা সিভিলে সার্জন তাইজুল ইসলাম, ময়মনসিংহ সিভিল সার্জন ডা. একেএম আব্দুর রব, নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খানসহ মেডিকেলের শিক্ষার্থীবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতারা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত