ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, বাংলাদেশে ভূমিহীন কোনো মানুষ থাকবে না। পর্যায়ক্রমে সব ভূমিহীন মানুষকে ভূমির আওতায় আনা হবে। ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনা হবে। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পাঁচটি উন্নয়নমূলক কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ভূমিমন্ত্রী আরও বলেন, মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ৯০ দিনের পরিকল্পনা হাতে নিয়েছি। এ সময়ের মধ্যে ভূমি সপ্তাহ, করমেলাসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. মাহবুব-উল-আলম, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. মমিনুর রশিদ, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ফজল আহমদ। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগমসহ উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।