দেশের অর্থনৈতিক অঞ্চলে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ ক্রমান্বয়ে বাড়ছে। চীন, জাপান, মালয়েশিয়া, যুক্তরাজ্য, সংযুক্ত আরব-আমিরাত, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও ভারতসহ বিভিন্ন দেশ থেকে এরই মধ্যে ৫ দশমিক ৭৮ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। এ সব বিনিয়োগ দিয়ে মূলত ইস্পাত, বিদ্যুৎ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, গার্মেন্ট এক্সেসরিজ, ইমারত সরঞ্জাম, রং এবং পেট্রো কেমিক্যাল পণ্যের কারখানা গড়ে তোলা হবে।
এই বিনিয়োগ প্রস্তাবের বিপরীতে বিনিয়োগকারী প্রতিষ্ঠান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সঙ্গে জমি বরাদ্দের ইজারা চুক্তি সম্পন্ন করেছে। এর মধ্যে অনেক প্রতিষ্ঠান এরই মধ্যে ভূমিসহ অন্য অবকাঠামো উন্নয়নের কাজ শুরু করছে। এ প্রসঙ্গে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, ‘বিশ্বখ্যাত বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠান বড় বড় বিনিয়োগ প্রস্তাব নিয়ে এখন বাংলাদেশে আসছে। এরই মধ্যে বিদেশি ১২ প্রতিষ্ঠানের কাছ থেকে ৫ দশমিক ৭৮ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। এ সব প্রস্তাব অনুমোদনের পাশাপাশি জমি বরাদ্দের ইজারা চুক্তি হয়েছে। এর মধ্যে বিনিয়োগ প্রতিষ্ঠানের অনেকেই ভূমিসহ অবকাঠামো উন্নয়নের কাজ শুরু করেছে।’
বিদেশি যে ১২ প্রতিষ্ঠানের বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে এগুলো হলোÑ জাপানের ম্যাকডোনাল্ড স্টিল বিল্ডিং, প্রতিষ্ঠানটি ফেব্রিকেটেড ইস্পাত উৎপাদনে ৫৯ দশমিক ১৯ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। মালয়েশিয়ার ইয়নমেটাল ইন্টারন্যাশনাল ইস্পাতের র্যাক উৎপাদনে ৯ মিলিয়ন ডলার, চীনের বড় প্রতিষ্ঠান বেইজিং জেনইয়নকনস ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনে ৩০৪ মিলিয়ন ডলার, চীনের আরেক প্রতিষ্ঠান হ্যাংজো জিনজুন গ্রুপ কোম্পানি ১ হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ২ দশমিক ৫২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।