বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ায়

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৬ পিএম

বিশেষ ফাল্গুন সংগ্রহের পোশাকে হলুদ, বাসন্তী, গোল্ডেন, সবুজ ও নীল রং রয়েছে।

মূলত ট্র্যাডিশনাল পোশাকই থাকছে এই কালেকশনে। আর রয়েছে ফিউশনের নান্দনিক মিশেলের সম্ভার। পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এর মধ্যে রয়েছে স্ক্রিনপ্রিন্ট, ব্লকপ্রিন্ট, এমব্রয়ডারি, হাতের কাজ, গ্লাসওয়ার্ক, কারচুপি ইত্যাদি।

মেয়েদের পোশাকের মধ্যে আছে শাড়ি, সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ, স্কার্ট সেট, টপস, আনস্টিচ, কুর্তা, সিঙ্গেল পালাজ্জো, সিঙ্গেল ওড়না ও ব্লাউজ।

ছেলেদের পোশাকগুলো হচ্ছে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট ও কাতুয়া। ছোটদের পোশাকের মধ্যে রয়েছে সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ, ফ্রক, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট ও ফতুয়া। উৎসবের পরিপূর্ণতার জন্য যুগল আর পরিবারের সবার জন্য একই থিমের পোশাকও এসেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত