বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্র্তৃক সিভিল আপিল নং-৪৮/২০১১ এর প্রদত্ত রায়ে সংবিধান (পঞ্চম সংশোধনী) আইন, ১৯৭৯ এবং বাংলাদেশ সংবিধান (৭ম সংশোধনী) আইন, ১৯৮৬ বাতিল ঘোষিত হওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের “ঞযব ঈড়সঢ়ঁঃবৎ চবৎংড়হহবষ (এড়াবৎহসবহঃ ঙৎমধহরংধঃরড়হং) জবপৎঁরঃসবহঃ জঁষবং, ১৯৮৫” বিধিমালাটির কার্যকারিতা বর্তমানে বিদ্যমান নেই মর্মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে গত ১২ অক্টোবর ২০১৭ খ্রিস্টাব্দে একটি পত্র জারি করা হয়। উক্ত বিধিমালার কার্যকারিতা বর্তমানে না থাকায় বিধিমালার আওতায় সরকারি চাকরিতে আইটি পদসমূহে নিয়োগপ্রাপ্তদের মধ্যে যারা এখন পদোন্নতিযোগ্য হয়েছেন তারা কেউ পদোন্নতির জন্য আবেদন করতে পারছেন না কিংবা তাদের পদোন্নতি হচ্ছে না। ফলে আমরা অনেকেই পদোন্নতিযোগ্য হওয়ার পরও আমাদের প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি। তাছাড়া এরই মধ্যে যেসব আইটি পদসমূহ শূন্য হয়েছে সেগুলোতেও জনবল নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় বিধিমালাটি দ্রুত কার্যকরকরণে কিংবা নতুন বিধিমালা প্রণয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি।
নামে প্রকাশে অনিচ্ছুক, সরকারি তথ্যপ্রযুক্তি কর্মকর্তা