বিজয়ী হলে মাদক নির্মূলে সাঁড়াশি অভিযানের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচনে জাতীয় পার্টির মেয়রপ্রার্থী শাফিন আহমেদ। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর বনানী সুপার মার্কেট এলাকায় গণসংযোগকালে তিনি বলেন, ‘যুবসমাজকে মাদকমুক্ত করে তাদের কর্মসংস্থান সৃষ্টিতে সিটি করপোরেশনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে। পরিবেশ রক্ষায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। পলিথিন ব্যবহারে বিধিনিষেধ কার্যকর এবং উন্নয়নের নামে রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধ হবে।’