গত বছরের সেপ্টেম্বরে সাবেক প্রেমিক, র্যাপার ম্যাক মিলারের মৃত্যুতে খুবই ভেঙে পড়েছিলেন জনপ্রিয় মার্কিন পপ তারকা আরিয়ানা গ্র্যান্দে। আর এমন এক সময়ে গ্র্যান্দে এই মৃত্যুসংবাদ পান যখন তিনি লেখক এবং মাল্টি-ইন্সট্রুমেন্টিস্ট জ্যামেল রবার্টসের স্টুডিওতে নতুন অ্যালবামের পরিকল্পনা করছিলেন। মিলারের মৃত্যুসংবাদ শোনার পর গ্র্যান্দে তার পরবর্তী সব কাজ বাতিল করে দেন। সবাই ধরেই নিয়েছিলেন এই পপ তারকা হয়তো শিগগিরই আর নিজের গানের জগতে ফিরে আসছেন না। কিন্তু গ্র্যান্দে আবার নব উদ্যমে গানের জগতে ফিরেছেন। শুধু তা-ই নয়, ফিরেই রীতিমতো সবাইকে অবাক করে দিয়েছেন। মাত্র দুই সপ্তাহে নিজের পরবর্তী অ্যালবাম ‘থ্যাংক ইউ নেক্সট’র কাজ শেষ করেছেন!দুই সপ্তাহ আগে আরিয়ানা গ্র্যান্দে তার বন্ধু এবং দীর্ঘদিনের সহযোগী গায়ক-সুরকার ভিক্টোরিয়া মনিটকে নিয়ে ডিজনিল্যান্ডে ভ্রমণে যান। তবে তাদের এবারকার ভ্রমণটা ছিল ভিন্ন রকম। খুবই টাইট নিরাপত্তা বলয়ের মধ্যে থেকে তার তাদের সময়টা কাটিয়েছেন। এমনকি কারও ছবি তোলারও অনুমতি ছিল না। আর সেখানে বসেই মূলত গ্র্যান্দে তার এই সিঙ্গেলের কাজ শেষ করেন।
এই মুহূর্তে, গ্র্যান্দে যেন অনেকটা হাওয়ায় ভাসছেন। কারণ তার আগে মাত্র দুজন শিল্পী (মায়ারা ক্যারি ও ড্রেক) পরপর দুটি সিঙ্গেল দিয়ে অ্যালবাম প্রকাশ করতে পেরেছিলেন। গ্র্যান্দের ‘থ্যাংক ইউ নেক্সট’ অ্যালবামটি গত শুক্রবার রিলিজ হয়। মার্কিন এই পপ তারকার অ্যালবামটি প্রথম সপ্তাহেই বিক্রির আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। যদিও অ্যালবামটি গ্র্যান্দের পূর্ববর্তী সিঙ্গেলটি প্রকাশিত হওয়ার হওয়ার ছয় মাসের মধ্যেই রিলিজ দেওয়া হলো। ‘থ্যাংক ইউ নেক্সট’ অ্যালবামটিতে নারী লেখকদের একটি একচ্ছত্র আধিপত্য লক্ষ করা গেছে। অ্যালবামটির ১২ গানের মধ্যে নয়টি গানের লেখকই নারী গ্র্যান্দের আগের কোনো প্রজেক্টে দেখা যায়নি। মোটকথা, ‘থ্যাংক ইউ নেক্সট’ অ্যালবামটি নিয়ে গ্র্যান্দে অনেক পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন। এদিকে গত রবিবার অনুষ্ঠিত ৬১তম গ্র্যামি অ্যাওয়ার্ডে সেরা পপ অ্যালবাম বিভাগে ‘সুইটেনার’ অ্যালবামের জন্য জয়ী হয়েছেন আরিয়ানা গ্র্যান্দে। তবে এই অনুষ্ঠানে গানও করার কথা ছিল এই গায়িকার। এমনকি এ বছর দুটো মনোনয়নও পেয়েছিলেন গ্র্যামিতে। তবে এই শিল্পী ও প্রযোজকের মতবিরোধের জের ধরে গ্র্যামি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান বর্জন করেছেন এ সময়ের আলোচিত মার্কিন গায়িকা আরিয়ানা গ্র্যান্দে। প্রসঙ্গত, ২০১৮ সালে প্রকাশিত তার অ্যালবাম ‘সুইটেনার’-এর জন্য এ বছর গ্র্যামিতে সেরা পপ ভোকাল ও তার অ্যালবাম সেরা পপ ভোকাল অ্যালবামের মনোনয়ন পেয়েছিলেন।
সূত্র : রোলিংস্টোন