বিপ্রপার্টি ডটকম রিয়েল এস্টেটের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো রেডিমেড ও এখনই কেনা যাবে এমন প্রপার্টি কেনার সুযোগ পেলেন ক্রেতারা। সম্প্রতি অনুষ্ঠিত রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত আবাসন মেলায় অংশ নিয়েছিল বিপ্রপার্টি ডটকম। মেলায় স্টলটিতে জমি ও সেকেন্ডারি প্রপার্টির চাহিদাই ছিল বেশি। মেলায় বিপ্রপার্টি ডটকমের ১২টি স্টলে ছিল গ্রাহকদের বিনামূল্যে আর্থিক ও আইনগত সহায়তা প্রদানের সুযোগ। বিপ্রপার্টির স্টলে যাওয়া ২১ হাজারের বেশি দর্শনার্থীর মধ্যে ৯৯ শতাংশই ছিল প্রপার্টি ক্রেতা। মেলার শেষদিন পর্যন্ত বিপ্রপার্টি ডটকম তিন হাজার গ্রাহক পেয়েছে। দর্শনার্থীদের মধ্যে ধানমন্ডি, পূর্বাচল, বসুন্ধরা ও মিরপুর এলাকার চাহিদা অনেক বেশি ছিল। বিপ্রপার্টি ডটকমের প্রধান নির্বাহী (সিইও) মার্ক নসওয়ার্দি বলেন, ‘এই বছরটি প্রতিষ্ঠানের জন্য মাইলফলক হয়ে থাকবে। দর্শনার্থীদের মাঝে এমন ইতিবাচক সাড়া পেয়ে আমরা অনেক খুশি।’