মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

পুরান ঢাকায় অভিযানে বিপুল রাসায়নিক জব্দ

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ০১:২০ এএম

পুরান ঢাকায় রাসায়নিকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ রাসায়নিক জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। অবৈধভাবে রাসায়নিক আমদানির অভিযোগে চার ব্যবসায়ীকে ১০ লাখ টাকা জরিমানাও  করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুরান ঢাকার মিটফোর্ড এলাকার নূরজাহান মার্কেট, আরমানিটোলা ও এর আশপাশে অভিযান চলছিল। র‌্যাবের  নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এই তথ্য  জানিয়েছেন।

তিনি বলেন, বিস্ফোরক অধিদপ্তর, ওষুধ প্রশাসন, সিটি করপোরেশন এবং অন্যান্য সেবাদানকারী সংস্থার  সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে বিভিন্ন ধরনের কেমিক্যাল আমদানি করার অপরাধে চারটি রাসায়নিকদ্রব্য আমদানিকারক প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া প্রায় ৩০০ মণ রাসায়নিকদ্রব্য সাত দিনের মধ্যে মিটফোর্ড এলাকা থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছ। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান দেশ রূপান্তরকে বলেন, টাস্কফোর্সের অধীনে অভিযানের পাশাপাশি র‌্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালতও পুরান ঢাকার বিভিন্ন এলাকায়  অবৈধ কেমিক্যালবিরোধী অভিযান শুরু করেছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত