সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

‘বন্দুকযুদ্ধে’ নিহত হাতকড়াসহ পালানো ‘জিনের বাদশা’

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ০২:৪০ এএম

হাতকড়াসহ পালানোর ৩১ ঘণ্টা পর গোবিন্দগঞ্জে চিনু মিয়া (৩৮) নামে এক ব্যক্তি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। পুলিশ বলছে, গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার সাপগাছি হাতিয়াদহ গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলার বিশ্বনাথপুর গ্রামের নুরু ইসলামের ছেলে চিনু হত্যাচেষ্টা, নাশকতা, জীনের বাদশা

সেজে প্রতারণা ও অস্ত্র আইনসহ ১৮টি মামলার আসামি।

গোবিন্দগঞ্জ থানার ওসি এ কে এম মেহেদী হাসান জানান, চিনুর বিরুদ্ধে কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। গত বুধবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিশ্বনাথপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। থানায় নিয়ে যাওয়ার পথে চিনুর স্বজনরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় নুর আলম ও তাজনুর রহমান নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। ওসি আরও জানান, বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে চিনু সাপগাছি হাতিয়াদহ গ্রামে হাতকড়া কাটতে গেলে অভিযান চালায় পুলিশ। উপস্থিতি টের পেয়ে চিনু ও তার সহযোগীরা হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে গেলে চিনুর লাশ দেখতে পায় পুলিশ। সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, গুলির খোসা ও চাপাতি উদ্ধারের কথা জানান এ পুলিশ কর্মকর্তা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত