মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

সামিটের বিদ্যুৎকেন্দ্র সুরক্ষায় ফিনল্যান্ডের ওয়ার্টসিলা

আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ১১:৫৩ পিএম

সামিট পাওয়ার লিমিটেডের বিদ্যুৎকেন্দ্রগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাচ্ছে ফিনল্যান্ডের প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ার্টসিলা। চলতি বছর থেকে বিদ্যুৎকেন্দ্রগুলোর সর্বোত্তম রক্ষণাবেক্ষণ নিশ্চিতে সামিট পাওয়ারের সঙ্গে ওয়ার্টসিলার একটি সেবা চুক্তি হয়েছে, যা উৎপাদনক্ষমতা সাপেক্ষে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে এযাবৎকালের সবচেয়ে বড় সেবা চুক্তি। গতকাল সামিট পাওয়ার লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান এ চুক্তির কথা জানান।

আজিজ খান বলেন, এইস এলাইয়েন্স পাওয়ার লিমিটেডের প্রকল্প অর্থায়নের জন্য আমরা অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যুর মাধ্যমে ৮০ কোটি ৫০ লাখ টাকা সমমূল্যের মূলধন উত্তোলন করেছি। এর বাইরে ইডকল, আইসিডি ও ওএফআইডি থেকে ৬ কোটি ৮৬ লাখ মার্কিন ডলারের দীর্ঘমেয়াদি ঋণ নিয়েছি। এ ছাড়া এই বৈদেশিক ঋণের লন্ডন আন্তঃব্যাংক সুদ হারের (লাইবর) তারতম্য থেকে কোম্পানিকে সুরক্ষিত করার জন্য, আমরা সুদহার সোয়াপ সম্পাদন করেছি। আমরা কোম্পানির জবাবদিহি ও কাজের অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) বাস্তবায়িত করেছি।

২২তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে লভ্যাংশ অনুমোদনের পর সামিট পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বলেন, ‘টানা দুই বছর ৩০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনের পর এ বছর ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করতে পেরে আমরা সন্তুষ্ট।’

মুহাম্মদ আজিজ খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সামিট পাওয়ার লিমিটেডের ভাইস চেয়ারম্যান মো. লতিফ খান, পরিচালক আঞ্জুমান আজিজ খান, জাফর উম্মিদ খান, ফয়সাল করিম খান, আজিজা আজিজ খান প্রমুখ। সামিট বতর্মানে জাতীয় গ্রিডের জন্য ১ হাজার ৯৪১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত