নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নিজ ঘরে বারান্দার বাঁশের কুড়া থেকে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
লাশটি উদ্ধার করে রবিবার বিকেলে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পরিদর্শক (তদন্ত) মো. সিরাজুল ইসলাম খান।
মৃত আব্দুল মজিদ (৫৫) উপজেলার লেংগুরা ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে।
জানা যায়, শনিবার রাতে মৃতের স্ত্রী তার নাতিকে নিয়ে নিজ ঘরে বারান্দায় চৌকিতে ঘুমান। রবিবার ভোরে ঘুম থেকে উঠে দেখেন প্লাস্টিকের দড়ি প্যাঁচানো অবস্থায় তার স্বামী আব্দুল মজিদ বারান্দায় বাঁশের কুড়ার সঙ্গে ঝুলে আছে। তার ডাক-চিৎকার বাড়ির আশপাশের লোকজন জড়ো হয়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
এর আগেও আব্দুল মজিদ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন এবং তিনি মানসিক রোগী ছিলেন বলেন স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে।
কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) মো. সিরাজুল ইসলাম খান এ ঘটনার সত্যতা দেশ রূপান্তরকে নিশ্চিত বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মৃতদেহটি বিকেলে নেত্রকোনার আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।