মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

বিপিএলে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন নারিন

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২৬ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালালেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলিং অলরাউন্ডার সুনিল নারিন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেওয়া ১৪৯ রান তাড়া করতে নেমে টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই তারকা।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বুধবার মাত্র ১৩ বলে ফিফটি পূরণ করেন নারিন। চলতি আসরে এদিনই প্রথম ওপেন করতে নেমেছিলেন তিনি। শেষ পর্যন্ত ১৬ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৫৭ রান করেন। ১৪৯ রান তাড়ায় তার দল ৭ উইকেটের দাপুটে জয় তুলে নেয়। ১২.৫ ওভারেই ম্যাচ জিতে নিয়ে পা রাখে ফাইনালে।

বিপিএলে আগের দ্রুততম ফিফটির রেকর্ড ছিল পাকিস্তানের আহমেদ শেহজাদের। ২০১২ বিপিএলে ১৬ বলে ফিফটি করেছিলেন তিনি। বরিশাল বার্নার্সের হয়ে দুরন্ত রাজশাহীর বিপক্ষে সেদিন ৪০ বলে সেঞ্চুরিও তুলে নিয়েছিলেন শেহজাদ। বিপিএলে এখনো যা দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

সব মিলে টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির কীর্তি যৌথভাবে ভারতের যুবরাজ সিং, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাইয়ের। যুবরাজ ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে ফিফটি করেন। পরে গেইল ২০১৬ বিগ ব্যাশে ও জাজাই ২০১৮ সালে আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটে ১২ বলে ফিফটি করেন।

নারিন অল্পের জন্য সেই রেকর্ডে ভাগ বসাতে পারেননি। নারিনের মতো টি-টোয়েন্টিতে ১৩ বলে ফিফটি আছে ইংল্যান্ডের মার্কাস ট্রেসকোথিকের। সামারসেটের হয়ে হ্যাম্পশায়ারের বিপক্ষে ২০১০ সালে ওই কীর্তি গড়েছিলেন তিনি।

আরো পড়ুন

নারিন-মইনে ফাইনালে কুমিল্লা

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত