মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

২০২৩ সালে অস্ট্রেলিয়া-আমিরাতে পাড়ি জমাচ্ছেন ধনীরা

আপডেট : ১৪ জুন ২০২৩, ০৫:৩৩ পিএম

নিরাপদ আশ্রয়, বিনিয়োগের আকর্ষণীয় সুযোগ এবং সম্পদ সংরক্ষণসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থাকায় বিশ্বব্যাপী ধনকুবেরদের দেশ ছাড়ার প্রবণতা বহুদিন ধরেই অব্যাহত রয়েছে। আর চলতি বছর দেশ ছাড়তে চাওয়া ধনকুবেরদের জনপ্রিয় গন্তব্য হতে পারে অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরাত।

সম্প্রতি বিশ্বের উচ্চ সম্পদশালী ব্যক্তিদের (এইচএনআই) স্থানান্তর নিয়ে প্রকাশিত হেনলি প্রাইভেট ওয়েলথ মাইগ্রেশন রিপোর্টে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে এইচএনআই বলতে তাদের বোঝানো হয়েছে, যাদের বিনিয়োগযোগ্য সম্পদ এক মিলিয়ন বা ১০ লাখ মার্কিন ডলার কিংবা তার বেশি।

মঙ্গলবার (১৩ জুন) প্রকাশিত প্রতিবেদনটি দক্ষিণ আফ্রিকাভিত্তিক বৈশ্বিক সম্পদ গোয়েন্দা সংস্থা নিউ ওয়ার্ল্ড ওয়েলথের পূর্বাভাসের ওপর তৈরি করা। প্রতিবেদনে বলা হয়, চলতি বছর দেশ ছাড়ার দিক থেকে শীর্ষে রয়েছে চীন। এরপর ভারত, যুক্তরাজ্য ও রাশিয়া। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরের দিক দিয়ে শীর্ষে রয়েছে ভারত।

এতে বলা হয়, ২০২৩ সালে বিশ্বে দেশ ছাড়তে চাওয়া ধনকুবের ও তাদের পরিবারগুলোর বেশিরভাগ যাবে অস্ট্রেলিয়ায়। গত বছর দেশটিতে তিন হাজার ৮০০ জন ধনকুবের বসতি করেন। চলতি বছর এই সংখ্যা আরও বাড়তে পারে। আনুমানিক সংখ্যাটি পৌঁছাতে পারে পাঁচ হাজার ২০০ জনে।

এছাড়া চলতি বছর সাড়ে চার হাজার নতুন ধনকুবের পেতে পারে সংযুক্ত আরব আমিরাত। যদিও এই সংখ্যা গত বছরের তুলনায় কম। ২০২২ সালে দেশটিতে পাঁচ হাজার ২০০ জন ধনকুবের বসতি করেন। আর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর। দেশটিতে চলতি বছর তিন হাজার ২০০ জন ধনকুবের স্থানান্তরিত হবে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত