বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

জোর করে হাটে গরু ৯৯৯-এ ১১১ কল

আপডেট : ২৮ জুন ২০২৩, ০৯:২৩ এএম

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ গত ছয় দিনে ২৮২টি ফোন এসেছে পশুর হাট ও ব্যাপারীদের কাছ থেকে। এর মধ্যে ১১১টি ফোনই ছিল ব্যাপারীদের পছন্দের হাটে যেতে বাধা দেওয়ার অভিযোগ। ৯৯৯-এ ব্যাপারীরা অভিযোগ করেন ইজারাদাররা তাঁদের নিজ নিজ হাটে ট্রাক থেকে গরু নামাতে বাধ্য করেছেন। পরে পুলিশ গিয়ে ব্যাপারীদের সহযোগিতা করেছে।

গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, প্রতিবছরের মতো এবারও নাগরিকদের জরুরি সেবা দেওয়া হয়েছে। ২০ জুন থেকে ২৬ জুন পর্যন্ত সারা দেশ থেকে পশুর হাট ও পশুসংক্রান্ত ২৮২টি কল এসেছে। এর মধ্যে রয়েছে জোরপূর্বক পশুর গাড়ি হাটে নিয়ে যাওয়ার ১১১টি কল, হাটে চাঁদাবাজি ৬৬টি, সড়কে চাঁদাবাজি ২৬টি, অজ্ঞান পার্টির ১১টি, নৌপথে পশুর যানে চাঁদাবাজির আটটি, জাল টাকার চারটি এবং অন্যান্য ইস্যুতে আরো ৫৬টি কল এসেছে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ।

আনোয়ার সাত্তার বলেন, প্রতিটি ঘটনা পুলিশ ব্যবসায়ী ও পশুর মালিকের চাহিদা অনুযায়ী সমাধান করে দেওয়া হয়েছে। সব ঘটনায় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত