বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

আমার জার্নিটা যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবেই যাচ্ছে: মাহিমা

আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০৩:৪৪ পিএম

এবার ঈদে অনেক কাজের ভিড়ে সাড়া ফেলেছে ওয়েব ফিল্ম ‘নিকষ’। দুই বোনের গল্পের এই ফিল্মে তাসনিয়া ফারিণের পাশাপাশি প্রশংসা কুড়িয়েছেন তরুণ অভিনেত্রী মাখনুন সুলতানা মাহিমা। একইসাথে প্রশংসা পেয়েছেন ‘বিবেক’ ও ‘অবসরপ্রাপ্ত সন্ত্রাসী’ নাটকেও।

অভিনেত্রী জানান, তিনটা কাজ থেকে প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পেয়েছেন।

মাহিমা বলেন, ‘‘নিকষ’ কাজটা করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। রিমোট এরিয়ায় কাজ করেছি, এমনও হয়েছে কাজ করতে গিয়ে আহতও হয়েছি। আমাদের পুরো টিমই অনেক কষ্ট করেছে কাজটির জন্য। সবাই যখন কাজটি নিয়ে প্রশংসা করেছে তখন সব কষ্ট লাঘব হয়ে গিয়েছে। অনেক পরিচালক, শিল্পী ফোন দিয়ে প্রশংসা করেছেন যেটা খুবই ভালো লেগেছে।

image

এছাড়া ‘বিবেক’ ও ‘অবসরপ্রাপ্ত সন্ত্রাসী’ দুটো নাটকের জন্যই বেশ ভালো মন্তব্য পেয়েছি।’

ঈদের ছুটি কাটিয়ে অনেকেই কাজে ফিরেছেন। ফিরেছেন মাহিমাও। এরমধ্যে শেষ করেছেন দুটি নাটকের শুটিং। সামনেও বেশ ব্যস্ততা রয়েছে বলে জানান এ তরুণ তুর্কী।

ক্যারিয়ার খুব বেশি সময়ের না হলেও নিজের ব্যস্ততা ও অবস্থান নিয়ে তৃপ্ত মাহিমা। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ। যদি কাজ নিয়ে বলি তাহলে বলব, কোনো শিল্পীই তার কাজ নিয়ে তৃপ্ত হয় না, নাহলে এর চেয়েও ভালো করার ইচ্ছেটা নষ্ট হয়ে যায়। আর অবস্থান নিয়ে অবশ্যই সন্তুষ্ট। আমি কখনোই এক লাফে এগিয়ে যেতে চাইনি। ধীরে ধীরে এগিয়ে যেতে চাই। আমার জার্নিটা যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবেই যাচ্ছে। কাজের ব্যস্ততা বেড়েছে, ধীরে সুস্থে চলছি এবং সেটাই চাই। কেননা, হুট করে কিছু পেয়ে গেলে সেটা হারিয়েও যায় তাড়াতাড়ি।’

image

তিনি আরও বলেন, ‘অনেকে হয়তো বা হুট করে অনেক কিছু পেয়ে যাচ্ছে বা ভালো করছে কিন্তু সেটা নিয়ে কখনোই আমার মধ্যে হিংসা অনুভব হয়নি। বরং এটা আরও ভালো যে, চারপাশে ভালো কাজের সংখ্যা বাড়বে যেটা সবার জন্যই ভালো। যোগ্যতার পাশাপাশি ভাগ্যেরও একটা ব্যাপার থাকে। কারো ভাগ্য ভালো থাকে কারো হয়তো না। আমি কখনোই ডেস্পারেট ছিলাম না। কাজটাকে ভালোবাসি, পূর্ণ ডেডিকেশন দিয়ে কাজটা করি। আমি আমার নিজেকে নিয়ে ভাবি সবসময়, নিজেকে নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করি। তবে হ্যাঁ, অনেকের কাজ দেখি আমি। কিন্তু কখনো কাউকে নিয়ে জেলাসি বা হিংসা কাজ করে না আমার মধ্যে। আমি চাই, সবাই ভালো করুক এবং বেশি বেশি কাজ করুক। তাতে ইন্ডাস্ট্রিরই ভালো হবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত