‘প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়, চলো নিরালায় চলো নিরালায়’ গান দিয়ে গ্রামগঞ্জের একদম সাধারণ শ্রোতাদের কাছ পর্যন্ত পৌঁছে গিয়েছেন। এর আগেও গান দিয়ে পরিচিতি পেয়েছেন কিন্তু এই এক গান তাকে অনেকটুকুই বদলে দিয়েছে। জনপ্রিয়তা বাড়িয়েছে, সঙ্গে ব্যস্ততাও। বলছিলাম মিষ্টিকণ্ঠের আতিয়া আনিসার কথা।
গান নিয়ে এখন তার ব্যস্ততা কয়েক গুণ বেড়েছে। শুধু একক গান নয়, নাটক হোক বা জিঙ্গেল; সবখানেই তার কণ্ঠ। বাদ নেই প্লেব্যাকেও। সবকিছু মিলিয়ে ক্যারিয়ারের সুসময় পার করছেন। আতিয়া আনিসার ভাষ্যে, ব্যস্ততা অনেকটাই বেড়েছে। একক গানের পাশাপাশি এখন নাটকেও গান বেশি আসছে। জিঙ্গেল করা হচ্ছে, সিনেমার গানও করছি। সবকিছু মিলিয়ে বেশ ভালো সময় যাচ্ছে।
যখন থেকে গান শেখা, তখন থেকেই তার ইচ্ছে ছিল হাবিব ওয়াহিদের সঙ্গে গান করার। এবার সেই ইচ্ছে পূরণ হলো গায়িকার। প্রথমবারের মতো দ্বৈত কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদের সঙ্গে। গানের শিরোনাম ‘হোক বাড়াবাড়ি’। মারুশার কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব নিজেই। আনিসা বলেন, ‘হাবিব ভাইয়ার সঙ্গে অনেক দিনের পরিচয় কিন্তু গানের সুযোগটা হয়ে উঠছিল না। এরপর তার কাছ থেকে ডাক পেলাম, গানটির রেকর্ডিং করেছিলাম গত বছর। আমি যে ধরনের গান করি অর্থাৎ রোমান্টিক-মেলোডি; এই গানটা একদমই আমার ধারার বাইরের গান। এটা ছাড়া আরও দুটি গান করেছি ভাইয়ার সঙ্গে। সেগুলো শিগগিরই আসবে।’
হাবিব ওয়াহিদের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘যখন থেকে গান শুনি বা বুঝি, তখন থেকেই হাবিব ওয়াহিদ ভাইয়ার গান আমার খুব পছন্দ। খুব ইচ্ছে ছিল তার সঙ্গে গান করার, বলা যেতে পারে স্বপ্ন ছিল। আমার যখন প্রথম মৌলিক গান বের হয় এরপর থেকে আমি অপেক্ষা করছিলাম কবে হাবিব ভাইয়ার ফোনকল আসবে! সেই সুযোগ এলো গত বছর। এটা আমার কাছে স্বপ্নের মতো। আমি যখন তার স্টুডিওতে যাই তখন খালি গলায় দুটি গান শুনতে চান। আমি যে ধরনের গান করি একদমই তার বাইরের গান। ভাইয়া শুনে তখন আমাকে বলেন, ‘তুমি অনেক ভালো গাও। তোমার মধ্যে ভার্সেটালিটি আছে।’ এ ছাড়া পরামর্শ দিয়েছেন সব ধরনের গান করার। তার এমন মন্তব্য শুনে আমি একদমই আপ্লুত। শুরুতে আমি অনেক নার্ভাস ছিলাম কিন্তু ভাইয়া অনেক সাপোর্ট করেছেন, উৎসাহ দিয়েছেন। সবচেয়ে মজার বিষয় হলো, হাবিব ভাইয়ার সঙ্গে গান করাতে আমি যতটা না খুশি তার চেয়েও বেশি খুশি হয়েছেন আমার বাবা-মা। তারা আরও বড় ভক্ত।’
‘হোক বাড়াবাড়ি’ গানটি আগামীকাল বৃহস্পতিবার হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে। একইদিনে মুক্তি পাবে আনিসার নতুন আরেকটি গান ‘উড়াল পাখি’। গানটির কথা লিখেছেন জামাল হোসেন, সুর ও সংগীত করেছেন মুহিন খান।
গায়িকা জানান, নাটকের গান গাইতে গিয়ে প্রতিবারই অভিনয়ের প্রস্তাব পান তিনি। অভিনয় প্রসঙ্গে তার ভাষ্য, আমি যাদের সঙ্গে নাটকে গান করছি তারা আমাকে বিভিন্ন সময়েই বলে থাকেন অভিনয় করার জন্য। কিন্তু আমার মনে হয় এর জন্য আমি এখনো প্রস্তুত না।
সর্বশেষ ‘আন্তঃনগর’ ওয়েব ফিল্মে ‘জাদুর আয়না’ এবং ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’-এ ‘হৃদয়ের আঙ্গিনা’ শিরোনামে আনিসার দুটি গান শ্রোতামহলে বেশ সাড়া পেয়েছে।