চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত হাইতিতে সংঘবদ্ধ অপরাধীদের হামলায় দুই হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। গতকাল শুক্রবার (১৮ আগস্ট) জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র রাভিনা শামদাসানি এ তথ্য জানিয়েছেন।
জাতিসংঘ বলছে, ২০২৩ সালের শুরু থেকে হাইতিতে সংঘবদ্ধ অপরাধীদের সহিংসতার কারণে শতাধিক লোকের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহে রাজধানী পোর্ট-অ-প্রিন্সে সংঘর্ষ চলার সময় ৩০ জন বাসিন্দা নিহত এবং এক ডজনেরও বেশি আহত হয়।
জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র জেনেভায় সাংবাদিকদের বলেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ আগস্টের মধ্যে কমপক্ষে দুই হাজার ৪৩৯ জন নিহত এবং আরও ৯০২ জন আহত হয়েছে। একই সময়ে অপহৃত হয়েছে ৯৫১ জন।
তিনি বলেন, ২৪ এপ্রিল থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত স্থানীয় লোকজন ও সংক্ষুব্ধ গোষ্ঠী ৩৫০ জনেরও বেশি লোককে পিটিয়ে হত্যা করে। তাদের মধ্যে ৩১০ জন ছিল অভিযুক্ত গ্যাং সদস্য এবং একজন পুলিশ কর্মকর্তা। বাকিরা সাধারণ জনগণ।
ন্যাশনাল হিউম্যান রাইটস ডিফেন্স নেটওয়ার্ক বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, রাজধানীর ক্যারেফোর-ফিউইলেস আশেপাশের বাড়িগুলোতে অগ্নিসংযোগ ও হামলা চালানো হয়েছিল। এতে দুই পুলিশ কর্মকর্তা মারা গেছেন। ওই স্থানটি একটি কৌশলগত এলাকা, যার মাধ্যমে সংঘবদ্ধ অপরাধীরা রাজধানীর প্রায় ৮০ শতাংশ নিয়ন্ত্রণ করে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে সহিংসতার কারণে প্রায় পাঁচ হাজার বাসিন্দা পালিয়ে গেছে।