সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

৫৯ বছরে সর্বোচ্চ বৃষ্টিপাত, মিয়ানমারে ঘর ছাড়ল ১০ হাজার মানুষ

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৭:২০ পিএম

মিয়ানমারের দক্ষিণাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ১০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এ ঘটনায় ব্যাহত হচ্ছে রেল চলাচলও। সোমবার (০৯ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

মিয়ানমারের সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বাগো প্রদেশে গত সপ্তাহে শুরু হওয়া অবিরাম বৃষ্টিপাতের ফলে বাগো টাউনশিপের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ১০ হাজারের বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে।

বাগো শহরে ২০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত ৫৯ বছরের মধ্যে সর্বোচ্চ। সেখানে আজ সন্ধ্যা পর্যন্ত সারাদেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

একটি দাতব্য সংস্থার চেয়ারম্যান জিন মং জানান, বাগো শহরের প্রায় সব এলাকা প্লাবিত হয়েছে। এটি চলতি বছরের মধ্যে তৃতীয় বন্যা। শহরের সমস্ত মঠ ত্রাণ শিবির খুলেছে। এছাড়াও দাতব্য সংস্থাগুলো নিচু এলাকা থেকে যতটা সম্ভব লোকজনকে সরিয়ে নিচ্ছে।

বাগোর ৫৫ বছর বয়সী এক নারী বাসিন্দা জানান, তার আশপাশে প্রায় ৫-৬ ফুট বন্যার পানি এবং তা ক্রমশ বাড়ছে। পরিবারের সদস্যরা দ্বিতীয় ও তৃতীয় তলায় বসবাস করছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত