অনেকেই হয়তো সেলো নামের বলপেনের নাম শুনেছেন, হয়তো ব্যবহারও করেছেন। ভারতে বেশ প্রচলিত একটি কলম সেলো। আসলে কেবল কলম নয় মানসম্পন্ন ফুডগ্রেড প্লাস্টিকের থালা-বাসন-বাটি, ওভেনওয়্যার থেকে শুরু করে আসবাবপত্রও তৈরি করে এই প্রতিষ্ঠান। বিশাল এই প্লাস্টিক সাম্রাজ্যের প্রাতিষ্ঠানিক নাম সেলো ওয়ার্ল্ড, যার চেয়ারম্যান প্রদীপ রাঠোর। সুপরিচিত ফোর্বস ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ধনকুবেরদের তালিকায় এবার জায়গা করে নিয়েছেন তিনি। তার নামকে ঘিরে ব্যাপক আলোচনা চলছে বিভিন্ন মহলে। তার ৪৪ শতাংশ শেয়ারের দাম এখন এক বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় রূপির হিসাবে যা ৮৩০০ কোটি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, সেলো ওয়ার্ল্ডের বাজার মূল্য ১৬ হাজার ৮০৬ কোটি টাকা। সেলো ওয়ার্ল্ড সাধারণত তিন ধরনের সামগ্রী বেচে। সেগুলি হল রান্নাঘরের বাসনপত্র, লেখার জিনিস আর আসবাবপত্র।
১৯৭৪ সালে ঘিষুলাল রাঠোর এই কোম্পানি তৈরি করেছিলেন। সেই মুম্বইতে রান্নাঘরের সামগ্রী তৈরির জন্য খোলা হয়েছিল এই কোম্পানি। পরে তারা নানা ধরনের সামগ্রী তৈরি শুরু করে। ২০১৭ সালে সেলো তাদের ব্যবসা ক্রমেই বাড়াতে থাকে।
সেলোর বর্তমানে ১৩টি কারখানা রয়েছে। দমন, হরিদ্বার, বাড্ডি, চেন্নাই, কলকাতাতে তাদের ইউনিট রয়েছে। রাজস্থানে কাঁচের জিনিসপত্র তৈরির ইউনিট খোলার পরিকল্পনা রয়েছে। সেলোর নেট লাভ ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগের আর্থিক বছরে লাভ ছিল ২১৯.৫২ কোটি। সেটা ২০২৩ আর্থিক বছরে বেড়ে হয়েছে ২৮৫ কোটি টাকা। প্লাস্টিক আর থার্মোওয়্যার তৈরিতে প্রায় ৪০ বছরের অভিজ্ঞতা রয়েছে ধনকুবের প্রদীপ রাঠোরের।