জীবনের তাগিদে প্রতিদিনই সংগ্রাম করতে হয়। ট্রাক চালিয়ে ছুটতে হয় দেশের এপ্রান্ত থেকে ওপ্রান্তে। তবে পেশায় ট্রাকচালক হলেও সোশ্যাল মিডিয়ায় এক অন্য জগৎ তৈরি করেছেন রাজেশ রাওয়ানি। ফলে নেটিজেনদের কাছে রাতারাতি তারকা হয়ে উঠেছেন তিনি।
ভিডিওতে রাজেশ কখনও রাস্তার ধারে রান্না করেন, আবার কখনও ট্রাক চালকদের দৈনন্দিন জীবনের ঝলক তুলে ধরেন। কখনও অন্য ট্রাক চালকদের সঙ্গে গল্প-আড্ডায় দেখা যায় তাকে। আর এইসব ভিডিওই নজর কেড়েছে সকলের।
‘ভারতীয় ট্রাক চালকদের দৈনন্দিন ব্লগ’ শিরোনামে ভিডিও বানান রাজেশ। মূলত ট্রাক চালকদের জীবন কেমন হয় তাই তুলে ধরেন তিনি। অনেক সময় যাত্রাপথে ট্রাকেই তিনি রান্না করেন। সামান্য উপকরণ দিয়েও কীভাবে চিকেন, মাটন, ফ্রাইড রাইসের মতো পদ রান্না করা যায় তা ব্যাখ্যা করেন।
আর রান্নার সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে তুলে ধরেন নিজের ইউটিউব চ্যানেলে। ইউটিউবে বর্তমানে রাজেশের ১২ লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। প্রায় ২৫ বছর ট্রাক চালানোর অভিজ্ঞতার পর ইউটিউবে পা রাখেন রাজেশ। তবে খুব অল্প সময়ের মধ্যে তার বিভিন্ন ধরনের ভিডিও দর্শকদের মন জয় করে নিয়েছে।