সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

অমির প্রেমের গল্পে পলাশ ও ইভানা

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১০:৩১ পিএম

জিয়াউল হক পলাশ ও পারসা ইভানার রসায়ন সম্পর্কে অন্তত নাটকের দর্শকেরা প্রায় সকলেই অবগত। ব্যাচেলর পয়েন্টের আলোচিত এই জুটি ইতোমধ্যে গুডবাজ, ব্যাডবাজ, বিদেশ, কিডনিসহ বেশকিছু জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন। এবার তাদের তাদের দেখা যাবে নিটোল রোমান্টিক প্রেমের গল্পে। নতুনভাবে তারা হাজির হচ্ছেন ব্যাচেলর পয়েন্টের আলোচিত নির্মাতা কাজল আরেফিন অমির একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে।

বঙ্গবডি লাস্ট স্টোরিজ নামে চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে। তারই একটি নির্মাণ করবেন অমি। অমির হাত ধরে নির্মিত হতে যাওয়া এই স্বল্পদৈর্ঘ্যের নাম দুঃখিত। এটি রচনা করেছেন বিশ্বজিৎ চৌধুরী। আজ মঙ্গলবার প্রতিষ্ঠানের বারিধারার কার্যালয়ে চুক্তি সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে কাজল আরেফিন অমি দেশ রূপান্তরকে বললেন, পলাশ ও ইভানাকে দর্শকেরা ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকে দেখেছেন এক রূপে, বিভিন্ন নাটকেও তারা আলোচিত হয়েছেন। এবার তাদের হাজির করতে যাচ্ছি নতুন এক রূপে। দর্শকেরা পছন্দ করবেন আমার অনুমান থেকে বলতে পারি। এটি একটি দুর্দান্ত রোমান্টিক গল্প। যেখানে জুটিবদ্ধ হয়েছেন পলাশ ও ইভানা।

আসন্ন ভালোবাসা দিবসে দুঃখিত প্রকাশ হবে বঙ্গবিডি ওটিটিতে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত