বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

‘কেন্দ্রীয় চুক্তি’তেও জায়গা করে নিলেন শামার

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৯ পিএম

শামার জোসেফের জীবনের মোড় ঘুড়েই চলেছে শেষ কিছুদিন ধরে। গায়ানার দুর্গম গ্রাম বারাকারা থেকে অনেক সংগ্রাম করে ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে উঠে এসেছেন তিনি। দেড় বছর আগেও যিনি ছিলেন নৈশ প্রহরী, ব্রিসবেনে অস্ট্রেলিয়া বধের নায়ক হয়ে এবার তিনিই জায়গা করে নিয়েছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে।

২৪ বছর বয়সী ডানহাতি পেসার শামারকে 'ফ্র্যাঞ্চাইজি' চুক্তি থেকে 'রিটেইনার' (কেন্দ্রীয়) চুক্তিতে তুলে আনা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার সিডব্লিউআই জানিয়েছে, 'সম্প্রতি ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে জোসেফের অসাধারণ অবদান ও অমূল্য পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

গায়ানার বারাকাহ পৌঁছানোর পর এমন রাজসিক সংবর্ধনা পান শামার

শামারের এখনও ওয়ানডে ও টি-টোয়েন্টি অভিষেক হয়নি। তবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে সুযোগ পাওয়ার জন্য বিবেচনায় ঢুকে গেছেন তিনি। দলটির সাদা বলের দুই সংস্করণের দলের কোচ ড্যারেন স্যামি রসিকতা করে বলেছেন যে, শামার তার মাথাব্যথার কারণ হয়ে উঠেছেন। গত ডিসেম্বরে সিডব্লিউআইয়ের ঘোষিত কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন ১৪ জন ক্রিকেটার। শামারের অন্তর্ভুক্তিতে সংখ্যাটা বেড়ে হয়েছে ১৫।

২০২৩-২৪ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তির তালিকা:

অ্যালিক অ্যাথানেজ, ক্রেইগ ব্র্যাথওয়েট, কিয়েসি কার্টি, তেজনারায়ন চন্দরপল, জশুয়া ডা সিলভা, শেই হোপ, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোটি, রভম্যান পাওয়েল, কেমার রোচ, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড ও শামার জোসেফ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত