চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ ১২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এর নির্বাহী ম্যাজিস্ট্রেটের দপ্তরের পেশকার মো. আবু জাফর চৌধুরী বাদী হয়ে এ মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ।
মামলার আসামিরা হলেন- চট্টগ্রাম মেট্রোপলিটন হকার্স সমিতির সাধারণ সম্পাদক মাসুম (৪৫), মেট্রোপলিটন হকার্স সমিতির সভাপতি মিরন হোসেন মিলন (৫২), যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম ভূঁইয়া (৪৭), চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতির সভাপতি নুরুল আলম লেদু (৫৯), সাধারণ সম্পাদক জসিম মিয়া (৫০), চট্টগ্রাম মেট্রোপলিটন হকার্স সমিতির সম্পাদক মণ্ডলীর সদস্য শাহীন আহমদ (৪৬), সদস্য নূর মোহাম্মদ (৪৫), চট্টগ্রাম হকার্স লীগের সাবেক সভাপতি ঋষি বিশ্বাস (৫৩), সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রনি (৪৮), চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতির সাধারণ সম্পাদক তারেক হায়দার (৩৮) এবং সোহেল (৩৫) সহ অজ্ঞাত ১২০০ জন আসামি।
এর আগে গত সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে নিউমার্কেট ও স্টেশন রোড এলাকায় সড়ক ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে নিউমার্কেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশের ওপর হামলার পাশাপাশি হকাররা চসিকের তিনটি গাড়ি ভাঙচুর করে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে হকাররা। সংঘর্ষে পুলিশের পাঁচজন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ও কয়েক রাউন্ড গুলি ছুড়ে। সেদিন বিকেল পাঁচটার দিকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে।