বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

কনস্টেবল হৃদয়কে পিষে দিল ট্রাক, খোঁজ মিলল ৯৯৯-এ

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০২:৫৪ পিএম

দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হৃদয় রায় (২৭) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। গত শনিবার রাত ১১টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়ক চান্দাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হৃদয় রায় নামে ওই পুলিশ সদস্য কানে হেডফোন লাগিয়ে মোটরসাইকেলযোগে ফুলবাড়ী থেকে পার্বতীপুরে আসছিলেন। পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের চান্দাপাড়া উঁচু ব্রিজের কাছে পৌঁছালে ট্রাকটি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান। অজ্ঞাতনামা পথচারী মৃতদেহটি দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেন। সংবাদ পেয়ে তাৎক্ষণিক পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করে মরদেহ উদ্ধার করে।

হৃদয় রায় দিনাজপুর পুলিশ লাইনসে কনেস্টবল (১৭৩৮) পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার উত্তর চাঁদখানা হরিবাসর গ্রামের কালীরঞ্জন রায়ের ছেলে। 

পার্বতীপুর মডেল থানার ওসি চিত্ত রঞ্জন রায় বলেন, রাতেই লাশ উদ্ধার করা হয়েছে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত