শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

গ্রাহক প্রতারণায় কিউকমের সিইওকে আইনি নোটিশ 

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৭:১৩ পিএম

গ্রাহকের সঙ্গে প্রতারণার অভিযোগে ইকমার্স প্রতিষ্ঠান কিউকমকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ রবিবার কিউকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রিপন মিয়ার উদ্দেশ্যে রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠানো হয়। আব্দুল্লাহ আল মামুন নামের ওই প্রতিষ্ঠানের এক গ্রাহকের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী খাদেমুল ইসলাম এ নোটিশ পাঠান।

এতে বলা হয়, নোটিশদাতা অনলাইন প্লাটফর্মে কিউকমের বিজ্ঞাপন দেখে ২০২১ সালের ২১ জুন তিনটি মোটরসাইকেল কিনতে অর্ডার করেন। সেদিনই মূল্য বাবদ প্রতিষ্ঠানটিকে ৩ লাখ ৯১৩ টাকা পরিশোধ করেন। টাকা পরিশোধের এক মাসের মধ্যে মোটরসাইকেল দেওয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘ এই সময়েও কিউকম গ্রাহককে পণ্য সরবরাহ করেনি।

আইনজীবী তার নোটিশে নোটিশপ্রাপ্তির ৩০ দিনের মধ্যে অর্ডারকৃত মোটরসাইকেল অথবা গ্রাহককে ক্ষতিপূরণসহ মূল্য পরিশোধের অনুরোধ জানান। ব্যত্যয় হলে প্রচলিত আইন অনুযায়ী কিউকমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করেন অ্যাডভোকেট খাদেমুল ইসলাম। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত