রাজশাহীর পবা নতুনপাড়া থেকে ১৫ দিন ধরে নিখোঁজ ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী সাগরীর সন্ধান চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে সচেতন রাজশাহীবাসীর ব্যানারে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন এই মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘সাগরী নিখোঁজের ১৫ দিন পেরিয়ে গেলেও পুলিশ তার কোনো সন্ধান দিতে পারেনি। পুলিশ বলে, তার কাছে ফোন না থাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা প্রশাসনের কেমন অজুহাত আমাদের বুঝে আসে না। আমরা এত কিছু বুঝি না, আগামী ১২ ঘণ্টার মধ্যে তার সন্ধান চাই।’
সাগরীর পরিবারের সদস্যরা জানান, জীবিকার তাগিদে সাগরী নিকটস্থ দুটি বাসাবাড়িতে কাজ করতেন। গত ১৩ তারিখে এক বাড়িতে কাজে গিয়ে আর ফিরে আসেননি। খোঁজ করতে গেলে সেই বাড়ির মালিক বলেন, কাজ শেষে বাড়ি ফেরার কথা বলে চলে যান সাগরী। নিখোঁজের পরদিন শাহমখদুম থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার।