সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

বিকিনি পরে দিশা জানালেন, কি মিস করছেন তিনি

আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৭:৫০ পিএম

বলিপাড়ার ছিপছিপে, তন্বী নায়িকাদের কথা উঠলে যাঁর নাম প্রথম চার-পাঁচ জনের মধ্যে আসে, তিনি দিশা পাটানি। সদ্য প্রিন্টেড বিকিনি পরে ছবি পোস্ট করে আলোচনায় অভিনেত্রী। জানিয়েছেন, সমুদ্র সৈকতকে মিস করছেন তিনি।

দরজায় কড়া নাড়ছে গ্রীষ্ম। এর মধ্যেই নেট দুনিয়ায় উষ্ণতার পারদ চড়ালেন দিশা পটানি। ইনস্টাগ্রামে ঝড় তোলা দিশার কাছে নতুন কিছু নয়। এর আগেও বিভিন্ন সময়ে খোলামেলা ছবি দিয়ে ভক্তকুলে আলোড়ন ফেলেছেন তিনি। বিকিনি পরা ছবি পোস্ট করে ট্রলডও হয়েছেন দিশা। তবে বিকিনিতে সাহসী ছবি পোস্ট করতে দ্বিধা বোধ করেন না তিনি।

প্রিন্টেড বিকিনি পরে একাধিক ছবি শেয়ার করেছেন দিশা। লাস্যময়ী ভঙ্গিতে, মায়াবী ইশারায় ক্যামেরার দিকে চোখ। ছবিটি কোথায় তোলা, তা লেখেননি অভিনেত্রী। তন্বী শরীরে রূপ এবং লাবণ্যের জোয়ার ভক্তদের ভাসিয়ে দিতে যথেষ্ট! 

ছবিগুলি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘মিস করছি’। দিশার ইনস্টাগ্রাম প্রোফাইল ভরা হরেক রকমের বিকিনি পরা ছবিতে। ফিটনেসে অত্যন্ত সচেতন দিশা। তার ছবিতে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

ছিপছিপে শরীর, উন্মুক্ত বক্ষ বিভাজিকায় ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। দিশার এই ছবি ঝড় তুলেছে নেটমাধ্যমে। এই ছবি নেটমাধ্যমে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।

বলিপাড়ায় এমনিতে ফিটনেস ফ্রিক হিসাবে নামডাক রয়েছে দিশার। নিয়ম করে শরীরচর্চা করেন তিনি। পাশাপাশি, ডায়েটের দিকেও কড়া নজর তার। হাতে শ্যুটিংয়ের কাজ না থাকলেও সারা বছরই ফিট থাকতে পছন্দ করেন তিনি। ব্যস্ততার কারণে নিজের যত্ন নেওয়ার ক্ষেত্রে কোনও আপস করেন না। যতই কাজ থাক, রোজের নিয়মে কোনও হেরফের হয় না।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত