মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

সাভারে দুর্ঘটনার পর যানজট, স্থগিত ডিপিএলের দুই ম্যাচ

আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১১:২৯ এএম

সাভারের হেমায়েতপুরে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে একটি তেলবাহী লরি উল্টে আগুন ধরে যায়। ছড়িয়ে পড়ে পাশের প্রাইভেটকারসহ ৫টি ট্রাকে। এতে এক ব্যক্তি নিহত ও তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন।

আজ মঙ্গলবার ভোরে ঘটে যাওয়া সেই ঘটনার কারণে ঐ সড়কে দেখা দেয় তীব্র যানজট। এর প্রভাব পড়েছে তামিম ইকবাল ও মাশরাফী বিন মোর্ত্তজাদের ম্যাচে। 

বিকেএসপিতে আজ ম্যাচ ছিল প্রাইম ব্যাংক-পার্টেক্স স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল-লিজেন্ডস অব রূপগঞ্জের। তবে সেই ম্যাচ মাঠে গড়ানোর আগেই স্থগিত করতে হয়েছে। সাভারের তীব্র যানজটের কারণে বিকেএসপির মাঠে পৌঁছাতে পারেনি কোনো দল। তাই বাধ্য হয়ে ম্যাচ স্থগিত করেছে সিসিডিএম। 

লিজেন্ড অব রূপগঞ্জের কর্মকর্তা আহমেদ রুবেল বলেন, ‘হেমায়েতপুরে তীব্র যানজট শুরু হয়, যে কারণে মাঠে পৌঁছানো সম্ভব হয়নি। তবে খেলা রিসিডিউল করা হয়েছে আজকের ম্যাচ দুটি কাল হবে। কালকের গুলো দেওয়া হয়েছে আগামী পরশু।’

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত