সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

টিসিবির খেজুর মিলল লেপ-তোশকের দোকানে

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০৩:৪০ পিএম

রাজধানীর কামরাঙ্গীরচর থানার পশ্চিম রসুলপুর এলাকার একটি লেপ-তোশকের দোকানে অভিযান চালিয়ে টিসিবির খেজুর উদ্ধার করেছে থানা পুলিশ।

গতকাল এলাকার কামরুল ইসলাম কমিউনিটি সেন্টার সংলগ্ন রাকিব বোর্ডিং স্টোরে অভিযান চালানো হয়। এ সময় টিসিবির খেজুর মজুদের অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল মো. ইউসুফ (৪১) ও মো. সেলিম মিয়া (৪০)। তারা কামরাঙ্গীরচর এলাকার স্থানীয় বাসিন্দা।

বুধবার (৩ এপ্রিল) দুপুরে ডিএমপির লালবাগ বিভাগের লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ইমরান হোসাইন মোল্লা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কামরাঙ্গীরচর থানা পুলিশ জানতে পারে একটি লেপ-তোশকের দোকানে অবৈধভাবে বেশি লাভে বিক্রির উদ্দেশ্য টিসিবির খেজুর মজুদ করা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে কামরাঙ্গীরচর থানার পশ্চিম রসুলপুর এলাকার রাকিব বেডিং স্টোর নামে একটি দোকানে অভিযান চালায় পুলিশ। অভিযানে টিসিবির সুলভ মূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রির জন্য ১০০ কেজি খেজুর উদ্ধার করা হয়। আসামিরা বেশি দামে খেজুর বিক্রির উদ্দেশ্যে খেজুর মজুদ করেছে বলে স্বীকার করেছে।
 
গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত