শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

‘গোলাম মামুন’-এ থাকছেন সাবিলা নূর

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ০৩:০৫ পিএম

গেল বছরে তুমুল প্রশংসা পাওয়া ‘বুকের মধ্যে আগুন’ সিরিজের গোলাম মামুন চরিত্রটি নিয়ে নির্মিত হচ্ছে স্পিন অব সিরিজ। ‘গোলাম মামুন’ শিরোনামে এটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। সিরিজটির গোলাম মামুন চরিত্রে রয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব।

এবার জানা গেল, সিরিজটিতে অভিনয় করেছেন আরেক জনপ্রিয় তারকা সাবিলা নূর। পহেলা বৈশাখ উপলক্ষ্যে চলতি বছরের আসন্ন সিরিজগুলোর এক ঝলক শেয়ার করেছে ওটিটি প্লাটফর্ম হইচই কর্তৃপক্ষ। সেখানে ‘গোলাম মামুন’ এর ফার্স্ট লুকে অপূর্বর সঙ্গে দেখা গেছে সাবিলা নূরকেও। তবে বিষয়টি নিয়ে এখনই কথা বলতে নারাজ টিম।

‘গোলাম মামুন’ সিরিজের একটি দৃশ্যে জিয়াউল ফারুক অপূর্ব

এক সংবাদ বিজ্ঞপ্তিতে হইচই জানায়, সিরিজটিতে নিজের আততায়ীকে খুনের দায়ে আটক হয় মামুন, সাথে বন্ধু দম্পতির খুনেও জড়িয়ে যায় তার নাম। আইনরক্ষক মামুনকে আইন ভেঙ্গে পুলিশের হাত থেকে পালাতে হয় নিজেকে নির্দোষ প্রমাণ করতে। কিন্তু বাইরেও অপেক্ষা করছে আরো বড় বিপদ।

এর আগে শিহাব শাহীন জানিয়েছিলেন, সিরিজটি ক্রাইম থ্রিলার, সঙ্গে ড্রামার মিশেল রয়েছে। গোলাম মামুনের যে চরিত্র সেটাকে ঘিরেই পুরো গল্প। তার জীবনে কী কী ঘটেছে তাই দেখানো হবে এতে।

আসছে ঈদুল আজহায় ‘গোলাম মামুন’ মুক্তি পাবার কথা রয়েছে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত